বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সাদাপাথর হরিলুট : প্রাথমিক তালিকায় রাজনৈতিক নেতাসহ জড়িত ১০৩ জন কোম্পানীগঞ্জের পাথরসহ গ্রেফতার হওয়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে – এড. মোমিন ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ: এড. মোমিন জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা হাবিবুর রহমান ফরেইন এডমিশন এন্ড কেরিয়ার ডেভোলপমেন্ট ও কনসালটেন্টস এসোসিয়েশন সিলেট জোনের সংবর্ধনা সিলেট ল’ কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটিকে যুবদলের শুভেচ্ছা ও অভিনন্দন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান দলীয় পদ হারানোর পর এবার গ্রেফতার হচ্ছেন সাহাব উদ্দিন
সিলেট সোসাইটি অফ ডার্মাটোলজিস্ট এর ইফতার ও দোয়া মাহফিল

সিলেট সোসাইটি অফ ডার্মাটোলজিস্ট এর ইফতার ও দোয়া মাহফিল

সিলেট সোসাইটি অফ ডার্মাটোলজিস্ট-এর উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৫টায় সিলেটের হোটেল স্টার প্যাসিফিকে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে সিলেট সোসাইটি অফ ডার্মাটোলজিস্ট এর প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদের সংযম, ধৈর্য ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। চিকিৎসা পেশা শুধু একটি দায়িত্ব নয়, এটি মানবতার সেবা। আজকের এই ইফতার ও দোয়া মাহফিল আমাদেরকে সেই মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা যদি আমাদের কর্মক্ষেত্রে আরও আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করি, তাহলে সমাজ উপকৃত হবে এবং মানুষ সুস্বাস্থ্য ও সুন্দর জীবনের আশীর্বাদ পাবে। বক্তারা বলেন, সিলেট সোসাইটি অফ ডার্মাটোলজিস্ট বরাবরই চিকিৎসকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি, ভবিষ্যতেও এ সংগঠন এ ধরনের সেবামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক জিয়াউর রহমান, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এর প্রিন্সিপাল অধ্যাপক আবেদ হোসেন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ এর প্রিন্সিপাল অধ্যাপক শাহরিয়ার হোসেন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর এ. কে. এম. দাউদ, পরিচালক প্রফেসর মো. তারেক, ডা. শামীমুর রহমান, অধ্যাপক শামীমা আক্তার, অধ্যাপক সৈয়দ মামুন মোহাম্মদ, ডা. তাওহিদুল ইসলাম এমদাদ, ডা. জাকারিয়া মানিক, ডা. আফরোজা রশীদ নিপা, ডা. তবিবুল ইসলাম, ডা. ধ্রুব জ্যোতি রায় ছৌধুরী, ডা. ফারজানা সুমা, অধ্যাপক সুবীর কুমার দাস, ডা. পরিমল কুমার দেব, অধ্যাপক আবু ইউসুফ ভূইয়া, ডা. ফারহানা হক প্রমুখ। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা বাহার উদ্দিন। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo