বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সাদাপাথর হরিলুট : প্রাথমিক তালিকায় রাজনৈতিক নেতাসহ জড়িত ১০৩ জন কোম্পানীগঞ্জের পাথরসহ গ্রেফতার হওয়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে – এড. মোমিন ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ: এড. মোমিন জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা হাবিবুর রহমান ফরেইন এডমিশন এন্ড কেরিয়ার ডেভোলপমেন্ট ও কনসালটেন্টস এসোসিয়েশন সিলেট জোনের সংবর্ধনা সিলেট ল’ কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটিকে যুবদলের শুভেচ্ছা ও অভিনন্দন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান দলীয় পদ হারানোর পর এবার গ্রেফতার হচ্ছেন সাহাব উদ্দিন
মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষার উপর আমল করলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব: অধ্যাপক ডা. আখলাক আহমদ

মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষার উপর আমল করলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব: অধ্যাপক ডা. আখলাক আহমদ

আল-কোরআন শিক্ষা পরিষদ বাংলাদেশ পরিচালিত প্রধান ক্বিরাআত প্রশিক্ষণ কেন্দ্রের সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সিলেট নগরীর দরগাহ মহল্লাস্থ আল কোরআন শিক্ষা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ক্বিরাআত প্রশিক্ষণ ও মুয়াল্লিম-মুয়াল্লিমা প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আখলাক আহমদ।
আল কোরআন শিক্ষা পরিষদের সভাপতি শায়খুল কুররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাইওনিয়ার হসপিটালের পরিচালক মো. তামিম সুবহান বাবু, হযরত শাহজালাল দরগাহ জামে মসজিদের তত্ত্বাবধায়ক মুফতি ক্বারী কয়েছ আহমদ, আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের হাফিজ মাওলানা ক্বারী এস. এম আমানাত উল্লাহ আল হেলাল।
মাওলানা ক্বারী ছহুল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্বারী কামাল উদ্দিন, মাওলানা ক্বারী এজহারুল ইসলাম ছাদি, ক্বারী আবু হানিফ মো. রায়হান, ক্বারী সোহাইল আহমদ, ক্বারী মছরুর আহমদ, ক্বারী নিছার আহমদ প্রমুখ।
শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুস্তাকিম বিল্লাহ। অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্বিরাআত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে ইসরাইলের হামলায় ফিলিস্তিনে নিহতদের মাগফেরাত কামনা এবং বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষের বিপদ-আপদ থেকে রক্ষা ও অসুস্থদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া পরিচালনা করেন শায়খুল কুররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আখলাক আহমদ বলেন, যারা কোরআন শিক্ষা দেন এবং যারা গ্রহণ করেন তারাই সর্বোত্তম। পবিত্র কোরআন শান্তির শিক্ষা দেয়। মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষার উপর আমল করলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। প্রত্যেক মুসলিমকে কুরআন পড়া জানতে হবে। যে নিজেকে মুসলিম হিসাবে দাবী করবে তাকে অবশ্যই কুরআন শিক্ষা করতে হবে। কুরআন শিক্ষা করা এতো গুরুত্বপূর্ণ বিষয় যে, আল্লাহ তা‘আলা কুরআন শিক্ষা করা ফরয করে দিয়েছেন। তিনি বলেন, কোরআন শিক্ষা গ্রহণের মাধ্যমে শিশু-কিশোরদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি আল-ক্বোরআন শিক্ষা পরিষদ বাংলাদেশের কোরআন প্রশিক্ষণ সহ সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সবাইকে কোরআন শিক্ষা ও খেদমতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo