বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সাদাপাথর হরিলুট : প্রাথমিক তালিকায় রাজনৈতিক নেতাসহ জড়িত ১০৩ জন কোম্পানীগঞ্জের পাথরসহ গ্রেফতার হওয়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে – এড. মোমিন ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ: এড. মোমিন জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা হাবিবুর রহমান ফরেইন এডমিশন এন্ড কেরিয়ার ডেভোলপমেন্ট ও কনসালটেন্টস এসোসিয়েশন সিলেট জোনের সংবর্ধনা সিলেট ল’ কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটিকে যুবদলের শুভেচ্ছা ও অভিনন্দন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান দলীয় পদ হারানোর পর এবার গ্রেফতার হচ্ছেন সাহাব উদ্দিন
কাজীটুলা যুব সমাজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

কাজীটুলা যুব সমাজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

কাজীটুলা যুব সমাজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। (২৯ মার্চ) রাতে নগরীর কাজিটুলা এলাকায় প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কাজীটুলা মসজিদের মোতাওয়াল্লী ও এলাকার বিশিষ্ট মুরব্বি মোঃ কামাল আহমেদ কামরানের সভাপতিত্বে ও কাজীটুলা যুব সমাজের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এম. বরকত আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি নুরুল মমিন চৌধুরী (খোকন)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবতার সেবায় কাজ করা সর্বোত্তম ইবাদত। কাজীটুলা যুব সমাজ প্রতিষ্ঠার শুরু থেকেই এলাকার যুবকদের সংগঠিত করে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. গিয়াস মিয়া এক ঝাঁক উদ্যমী তরুণকে একত্রিত করে মানবিক কার্যক্রম পরিচালনা করছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। গিয়াস মিয়া শুধু একজন সংগঠক নন, তিনি একজন সত্যিকারের সমাজসেবক। তার নেতৃত্বে কাজীটুলা যুব সমাজ আজ একটি শক্তিশালী ও মানবিক সংগঠনে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, যুবসমাজ দেশের চালিকা শক্তি। তাদের সঠিক দিকনির্দেশনা না থাকলে সমাজে নৈতিক অবক্ষয়ের সৃষ্টি হয়। কিন্তু কাজীটুলা যুব সমাজের মতো সংগঠনগুলো যখন মানবসেবার কাজে আত্মনিয়োগ করে, তখন সমাজে ইতিবাচক পরিবর্তন আসে।
কাজীটুলা যুব সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ১৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস মিয়া বলেন, যুবসমাজকে সুসংগঠিত ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে কাজীটুলা যুব সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের উদ্দেশ্য শুধু সমাজসেবা নয়, বরং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করা। আমি শুরু থেকেই চেষ্টা করেছি এলাকার উদ্যমী তরুণদের একত্রিত করে সমাজের কল্যাণে কাজ করতে। আজ আমরা যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছি, যা আমাদের সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দিলওয়ার হোসেন সজিব, কাজীটুলা যুব সমাজ এর প্রতিষ্ঠা সভাপতি ও ১৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস মিয়া, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মানিক খান, এলাকার বিশিষ্ট মুরুব্বী আলতাব মিয়া, শাহপরান থানার এসআই আব্দুল মান্নান, শাজালাল তদন্ত ফারির ইনচার্জ, দরগা তদন্ত ফারির ইনচার্জ আজহারুল হক, এ এস আই আনোয়ার হোসেন, নিজাম আহমদ, মোঃ রজব আলী মতিউর রহমান শিমুল, কানাইঘাট উপজেলা বিএনপি নেতা আব্দুল আহাদ, শহীদ আহমদ সজিব আহমদ, জসিম আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজীটুলা যুব সমাজ এর সহ সভাপতি মোঃ আমির হুসেন, সাধারণ সম্পাদক মোঃ বিলাল, আহমেদ খান, প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, লালচাঁন,আব্দুস সালাম, দিলুয়ার হোসেন, সাজ্জাদ, সাব্বির, কামাল আহমেদ শাহীন, আতাউর, আমির হোসেন ২, মুন্না মিয়া, মুর্শেদ মিয়া, মোঃ জসিম আহমেদ প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কাওসার আহমদ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo