বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সাদাপাথর হরিলুট : প্রাথমিক তালিকায় রাজনৈতিক নেতাসহ জড়িত ১০৩ জন কোম্পানীগঞ্জের পাথরসহ গ্রেফতার হওয়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে – এড. মোমিন ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ: এড. মোমিন জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা হাবিবুর রহমান ফরেইন এডমিশন এন্ড কেরিয়ার ডেভোলপমেন্ট ও কনসালটেন্টস এসোসিয়েশন সিলেট জোনের সংবর্ধনা সিলেট ল’ কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটিকে যুবদলের শুভেচ্ছা ও অভিনন্দন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান দলীয় পদ হারানোর পর এবার গ্রেফতার হচ্ছেন সাহাব উদ্দিন
শহীদ ডা. মঈন উদ্দিন স্মরণে দোয়া মাহফিল

শহীদ ডা. মঈন উদ্দিন স্মরণে দোয়া মাহফিল

করোনা যুদ্ধে চিকিৎসকদের মধ্যে প্রথম শহীদ সিলেটের বিশিষ্ট চিকিৎসক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ ডা. মঈন উদ্দিন। ২০২০ সালের ১৫ এপ্রিল ঢাকা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে শহিদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাব আয়োজন করে দোয়া ও আলোচনা সভার।

নগরীর হাউজিং এস্টেট কার্যালয়ে আয়োজিত আলোচনায় জগিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক, সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ডা. মঈন উদ্দিনের সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন শহীদ ডা. মঈন উদ্দিন আপাদমস্তক একজন ভালো মানুষ। কাজকর্ম, সরকারি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে তিনি ছিলেন বদ্ধপরিকর। ডা. মঈন একজন ধর্মপরায়ণ মানুষ ছিলেন। দল-মত-ধর্ম নির্বিশেষে সবার কাছে তিনি অসম্ভব প্রিয়। যারা তার সাহচর্যে এসেছে তারা এভাবেই স্মৃতিচারণ করেন এ মহৎ চিকিৎসককে।

তিনি আজীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন। করোনা ভয়ে ভীত ছিলেন না কখনো। মহামারির এই কঠিন সময়েও তিনি রোগীদের সেবায় নিজেকে নিয়জিত রেখেছেন। করোনা আক্রান্তদের সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে এক যুগান্তকারি দৃষ্টান্ত রেখে গেছেন ডা. মঈন।

এসময় আরোও উপস্থিত ছিলেন আব্দুল জব্বার চৌধুরী, শাহিন আজাদ, মো: ওলিউর রহমান, খোরশেদ আহমদ, আব্দুল মালেক, ফখরুজ্জামান, আবুল কালাম, পাভেল আহমদ, এডভোকেট রানা, নুরুল ইসলাম, আবু, আমিনুল ইসলাম, ইমরান চৌধুরী, আব্দুর রহিম, সিহাব চৌধুরী, মিজানুর রহমান সামু, মিজানুর রহমান, সাইফুর রহমান ইমন। দোয়া পরিচালনা করে মো ওলিউর রহমান।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo