সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
জাফলংয়ে মিষ্টি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

জাফলংয়ে মিষ্টি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উজেলার জাফলং এলাকার মামার দোকান বাজারে এক মিষ্টি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত রাজিব কৃষ্ণ সরকার (৩৩) নেত্রকোনার কালিয়াজুড়ি এলাকার জয় কৃষ্ণ সরকারের ছেলে। মামার দোকান বাজারে তার একটি মিষ্টির দোকান রয়েছে।

পুলিশ জানায়- রাত ১০টার দিকে একজন কাস্টমার রাজিবের দোকানে মিষ্টি কিনতে গিয়ে দেখতে পান, দোকানের শাটার ঠিকমতো লাগানো নেই। এছাড়া দোকানের ভেতর থেকে দুর্গন্ধ আসছে। এসময় ওই কাস্টমার দোকানের শাটার খুলে দেখেন- রাজিবের দেহ টিনের চালার বর্গার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত। পরে বাজারের ব্যবসায়ীরা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল জানান- লাশে পচন ধরেছে। মনে হচ্ছে- ৩/৪ দিন আগে মৃত্যু ঘটেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে না। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছি। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ কারন জানা যাবে। এছাড়া ঘটনার তদন্ত চলছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo