সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
ECRU-এর সিলেট বিভাগীয় ও জেলা কমিটি ঘোষণা মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ১৯-২২ সেপ্টেম্বর ত্রয়োদশ সম্মেলন উপলক্ষে সিপিবি সিলেট জেলার কর্মীসভা ১৫ বছর এদেশের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার কাছে নির্যাতিত-নিপীড়িত হয়েছে: কয়েস লোদী ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের র‌্যালী ও পথসভা যুবদলকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অপরিসীম: অ্যাড মোমিন ১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স নারীরা দেশের অর্থনীতির বড় হাতিয়ার: সাবেক মেয়র আরিফ মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন
সাহিত্য সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম কবিঃ কালাম আজাদ

সাহিত্য সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম কবিঃ কালাম আজাদ

সৃজনশীল ছড়াকারদের সংগঠন ছড়াকেন্দ্র-সিলেট প্রবাসী কবি ও কথাসাহিত্যিক সৈয়দ আহমেদ শাহনূরকে নিয়ে এক বিশেষ লেখক আড্ডার আয়োজন করেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত হোটেলে আয়োজিত এ সাহিত্য সন্ধ্যায় সিলেটের বিশিষ্ট কবি, লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন।
সাহিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কবি শিক্ষাবিদ কালাম আজাদ বলেন, সাহিত্য সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। সৈয়দ আহমেদ শাহনূর তার লেখনীর মাধ্যমে শুধু প্রবাসে নয়, দেশের সাহিত্যাঙ্গনেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তার গল্প, কবিতা ও প্রবন্ধগুলোতে মানবজীবনের বাস্তব চিত্র ফুটে ওঠে। বিশেষ করে, প্রবাসজীবনের বাস্তবতা ও বাঙালির আবেগ-অনুভূতি তিনি দক্ষতার সঙ্গে উপস্থাপন করেন।
ছড়াকেন্দ্র সিলেটের সভাপতি কবি দুলাল শর্মা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আড্ডায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি পুলিন রায়, কবি জেবা আমাতুল হান্না, ছড়াকার শাহাদত বখ্ত শাহেদ, কবি বায়েজীদ মাহমুদ ফয়সল ও যাকে নিয়ে লেখক আড্ডা কবি, কথাসাহিত্যিক সৈয়দ আহমেদ শাহনূর।
এসময় সৈয়দ আহমেদ শাহনূর তার বক্তব্যে বলেন, সাহিত্য আমার কাছে শুধু শখ নয়, এটি আমার আত্মার খোরাক। মাতৃভূমি ছেড়ে প্রবাসে বসবাস করলেও আমার চিন্তা-চেতনা, আবেগ ও অনুভূতি সবসময় আমার দেশের সঙ্গেই থাকে। আমার লেখা যখন পাঠকের হৃদয়ে স্থান পায়, তখন মনে হয় আমি সত্যিই একজন সৌভাগ্যবান লেখক।
সভাপতি কবি দুলাল শর্মা চৌধুরী আড্ডার কবিকে তার সৃষ্টিশীল কাজের প্রশংসা করেন। তার কবিতা কথাসাহিত্য যেন আন্তর্জাতিক পর্যায়ে পঠিত হয়। এখানে উল্লেখ্য যে লেখক শাহনূর ইংরেজি ভাষা সহ ৭টি ভাষা জানার কারনে তার সাহিত্য ভিন্ন ভাষায় অনুবাদ করারও সুযোগ রয়েছে। এ বিষয়ে অতিথিগণ তার লেখা সমূহ অনুবাদ করে বিশ্বের দরবারে তোলে দরার পরামর্শ দেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোহাম্মদ আবদুর রউফ অবসরপ্রাপ্ত ডিজিএম সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, নিয়াজ উদ্দিন, বাংলাদেশ বেতার সিলেট ও বাংলাদেশ টেলিভিশন এর কণ্ঠশিল্পী মালতী পাল,লোক সংস্কৃতি গবেষক আবু সালেহ আহমেদ,সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া,কবি অমিতা বর্ধণ, কবি কামাল আহমদ,কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শামসাদ, কবি সালাম শাহ্,কবি পপি রশীদ, কবি লিপি খান, কবি শান্তা কামালী, কবি মুন্নী আক্তার, কবি নিশাত ফাতেমা, কবি মাছুমা টফি একা,কবি নাছরিন সুলতানা, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক মোস্তাফিজুর রহমান, কবি সুয়েজ আহমেদ,কবি মাহফুজ জোহা,কবি মোহাম্মদ শরীফ, প্রাবন্ধিক তাসলিমা খানম বিথী, ইমন তালুকদার, কবি ইফতেখার শামীম,সৈয়দ আয়েশ মিয়া, সাইদুর রহমান কামালী, সুমাইয়া আক্তার ফেরদৌস,জসিম উদ্দিন, হাবিবা জান্নাত প্রমূখ।
সম্পূর্ণ আড্ডায় সঞ্চালনায় ছিলেন ছড়াকেন্দ্রর সাধারণ সম্পাদক কবি ও সংগঠক মো.রিপন মিয়া ও কবি রাজিয়া সুলতানা। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo