শুক্রবার, ২৫ Jul ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারেক রহমানের প্রতি প্রবাসীর খোলা চিঠি সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র মিলাদ ও দোয়া মাহফিল সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে শোক দিবস পালিত ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কাজী ইলিয়াস ইউনিট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দোয়া সিলেটে ছাত্রলীগের আহাদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ দলীয় নেতাকর্মীদের ভালবাসায় শিক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা কাজী ওয়াহিদ কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত এলাকায় বালু উত্তোলন, সড়ক অবরোধ আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরলো বিজিবি সাংবাদিক তুরাব হত্যা : সিলেটের ডিসি’র কাছে ফটো জার্নালিস্টদের স্মারকলিপি প্রদান ভোলাগঞ্জে বাঙ্কার খুঁড়ে পাথর তুলতে গিয়ে আরেক শ্রমিকের মৃত্যু
কৌশল ও বুদ্ধিভিত্তিকভাবে বাংলাদেশ গঠনে কাজ করতে হবে: খন্দকার মুক্তাদির

কৌশল ও বুদ্ধিভিত্তিকভাবে বাংলাদেশ গঠনে কাজ করতে হবে: খন্দকার মুক্তাদির

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, আমরা গত ১৭ বছর স্বৈরাচার হাসিনার ফ্যাসিজমের কবলে ছিলাম। এই ফ্যাসিজম প্রতিষ্ঠায় দেশের পেশাজীবী, বুদ্ধিজীবী, ব্যাবসায়ীসহ সমাজের বিভিন্ন স্তরে থাকা হাসিনার সুবিধাভোগী ও দোসররা কাজ করেছে। তাই বর্তমান বাস্তবতায় আমাদের কৌশল ও বুুদ্ধিভিত্তিকভাবে নতুন বাংলাদেশ গঠনে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে এই ধরনের থিঙ্ক ট্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই উদ্যোগের উদ্যোক্তাদের অভিনন্দন জানাই এবং আশা করি, জনবান্ধব রাজনীতির অগ্রযাত্রায় এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনাকে জনগণের কাছে পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।
‘দ্যি ন্যাশনালিস্ট সার্কেল’ থিঙ্ক ট্যাঙ্কের উদ্যোগে গত শনিবার সিলেট নগরীর বিজনেস সেন্টার-এ অনুষ্ঠিত প্রথম ওয়ার্কশপ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দ্যি ন্যাশনালিস্ট সার্কেল’ নামে নতুন থিঙ্ক ট্যাঙ্ক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এটি বিএনপির জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পৃক্ত পেশাদার, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিত্বদের জন্য একটি বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডল ও গতিশীল নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ‘দ্যি ন্যাশনালিস্ট সার্কেল’ এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাত আজিম বলেন, এই থিঙ্ক ট্যাঙ্কের লক্ষ্য হলো আইন, অর্থনীতি, শিক্ষা ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের দক্ষতা কাজে লাগিয়ে বিএনপির নীতিনির্ধারণ, গণমাধ্যমে প্রভাব বিস্তার ও শাসন ক্ষমতার প্রস্তুতি শক্তিশালী করা। পাশাপাশি, সমসাময়িক রাজনীতি বিশ্লেষণ, গবেষণা ও কৌশল প্রণয়নের মাধ্যমে দলের দীর্ঘমেয়াদি প্রভাব নিশ্চিত করাও এর অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ‘দ্যি ন্যাশনালিস্ট সার্কেল’ ভবিষ্যতে রাষ্ট্র, সমাজ, রাজনীতি ও অর্থনীতি সংক্রান্ত গবেষণা ও কর্মশালার মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।-সংবাদবিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo