রবিবার, ২৭ Jul ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
তীব্র গরমে অসহনীয় বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে: গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারেক রহমানের প্রতি প্রবাসীর খোলা চিঠি সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র মিলাদ ও দোয়া মাহফিল সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে শোক দিবস পালিত ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কাজী ইলিয়াস ইউনিট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দোয়া সিলেটে ছাত্রলীগের আহাদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ দলীয় নেতাকর্মীদের ভালবাসায় শিক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা কাজী ওয়াহিদ কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত এলাকায় বালু উত্তোলন, সড়ক অবরোধ আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরলো বিজিবি সাংবাদিক তুরাব হত্যা : সিলেটের ডিসি’র কাছে ফটো জার্নালিস্টদের স্মারকলিপি প্রদান
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সম্বর্ধনা কর আইনজীবীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: কর কমিশনার সৈয়দ জাকির হোসেন

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সম্বর্ধনা কর আইনজীবীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: কর কমিশনার সৈয়দ জাকির হোসেন

কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন বলেছেন, কর আইনজীবীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। তাঁদের সহযোগিতায় কর আদায়ের ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, তা আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। সিলেটে দায়িত্ব পালন করার সময় আমি করদাতা ও আইনজীবীদের যে আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছি, তা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, আমার নতুন কর্মস্থল যেখানেই হোক, আমি সবসময় কর ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাব।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেনের বদলিজনিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আমার দায়িত্বকালীন সময়ে সিলেটের করদাতা ও কর আইনজীবীদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে তা আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।  

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর এর সভাপতিত্বে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার আনোয়ার সাদাত, যুগ্ম কর কমিশনার সাঈদ ফাহ্দ আল করিম, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সহ-সভাপতি এডভোকেট মো. আবুল ফজল।

সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু’র পরিচালনায় সম্বর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সমিতির সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ আব্দুল হামিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি এডভোকেট মো. শফিকুল ইসলাম, সাবেক সভাপতি আবু মোহাম্মদ আসাদ এডভোকেট, মৃত্যুঞ্জয় ধর ভোলা এডভোকেট, হবিগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সভাপতি বিভৎসু চক্রবর্তী, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি আব্দুল আলীম পাঠান এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান এডভোকেট, সদস্য আয়কর আইনজীবী বিধুভূষণ ভট্টাচার্য, আয়কর আইনজীবী জাহাঙ্গীর আলম, আয়কর আইনজীবী মো. বাহাউদ্দিন বাহার, সমিতির পাঠাগার সম্পাদক মওদুদ আহমদ, এডভোকেট আ স ম মুবিনুল হক শাহীন, আয়কর আইনজীবী ইফতিয়াক হোসেন মঞ্জু প্রমুখ।

অনুষ্ঠানে বিদায়ী কর কমিশনার সৈয়দ জাকির হোসেনকে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে সিরাজুল হুসেন আহমদ আলমগীর বলেন, কর কমিশনার সৈয়দ জাকির হোসেন সিলেটে দায়িত্ব পালনকালে করদাতাদের জন্য অত্যন্ত সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করেছেন। তাঁর আন্তরিকতা, দক্ষতা ও নেতৃত্বে কর আদায়ে যে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে তা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আমাদের বিশ্বাস। তিনি বিদায়ী কর কমিশনার সৈয়দ জাকির হোসেনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। -সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo