বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেটে শহীদ ওয়াসিম ব্রিগেডের বর্ণাঢ্য র‍্যালি সিলেটের ‘ডেভিল’ মকসুদ : অসংখ্য মামলা থাকলেও ধরছে না পুলিশ! কোম্পানীগঞ্জে বিএনপি নেতাদের অবৈধ গরুর হাট, জানে না প্রশাসন! দলের সকল রাজনৈতিক কর্মকাণ্ডে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে: তারেক সিলেট ছাত্রদলের বিবৃতি : ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নন! ছাত্রদল নেতা ইশতিয়াক রাজুর জামিন নামোঞ্জুর সিলেটে বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে স্মৃতিচারণ কোম্পানীগঞ্জে পাথর লুটের অভিযোগে দুলা মেম্বার বরখাস্ত রাজা জিসি হাই স্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন শান্তিগঞ্জ সমিতি শুধু সংগঠনই নয় এটি অবহেলিত, ঝড়েপড়া মানুষের ভবিষ্যৎ : খন্দকার মুক্তাদির
সিলেট জেলা আইনজীবী সমিতির সাড়ে ৭ কোটি টাকার বাজেট পাশ

সিলেট জেলা আইনজীবী সমিতির সাড়ে ৭ কোটি টাকার বাজেট পাশ

নিউজ মিরর ডেস্ক
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিলেট জজ কোর্টের ২ নম্বর হলে এই বাজেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরীর (আবদাল) সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক-১ অ্যাডভোকেট মো. অহিদুর রহমান চৌধুরী ও যুগ্ম সম্পাদক-২ অ্যাডভোকেট মো. রব নেওয়াজ রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত বাজেট সাধারণ সভার প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সহসমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ রাব্বী হাসান তারেক এবং পবিত্র গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরী।

সভায় সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের বার্ষিক বাজেট সাধারণ সভার শুরুতে সমিতির ২০২৫ সালের সাত কোটি সাতষট্টি লাখ ঊনত্তিশ হাজার আটশত ছত্তিশ টাকার বাজেট উপস্থাপন করেন।

উক্ত বাজেট সাধারণ সভায় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি অ্যাডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মখলিছুর রহমান, সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, সহসমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ রাব্বী হাসান তারেক, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট হেনা বেগম, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ছয়ফুল আলম, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জনাব মো. আব্দুল্লাহ আল হেলাল ও অ্যাডভোকেট জনাব মো. কাওছার জুবায়ের, সহসম্পাদক অ্যাডভোকেট এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ, অ্যাডভোকেট সাহেদ আহমদ ও অ্যাডভোকেট কাওছার আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট এ.এস.এম. আব্দুল গফুর, অ্যাডভোকেট এ.কে.এম. ফখরুল ইসলাম, অ্যাডভোকেট মো. জামিলুল হক জামিল, অ্যাডভোকেট আব্দুল মালিক, অ্যাডভোকেট কল্যাণ চৌধুরী, অ্যাডভোকেট আশিক উদ্দিন (আশুক), অ্যাডভোকেট জুবের আহমদ খান, অ্যাডভোকেট আবু মো. আসাদ, অ্যাডভোকেট মো. আলীম উদ্দিন, অ্যাডভোকেট মো. ছয়ফুল হোসেন এবং সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র অ্যাডভোকেটসহ আটশতাধিক বিজ্ঞ আইনজীবী সভায় উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক উপস্থাপিত বাজেট সম্পর্কে গঠনমূলক আলোচনার জন্য সভায় উপস্থিত সম্মানিত সদস্যদের আহŸান জানালে আলোচনায় অংশ গ্রহণ করেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী, সাবেক সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মো. কামাল হোসেন, অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন, অ্যাডভোকেট কয়ছর আহমদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ, অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আকমল খান, অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস ছাত্তার, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জোহরা জেসমিন, অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মুমিনুর রহমান টিটু, অ্যাডভোকেট মো. ছমির উদ্দিন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীম, অ্যাডভোকেট সৈয়দ কাওছার আহমদ প্রমুখ।

সমিতির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) বাজেটের উপর সমাপনী বক্তব্য প্রদানকালে সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক সর্বমোট সাত কোটি সাতষট্টি লক্ষ উনত্রিশ হাজার আটশত ছয়ত্রিশ টাকা আয়, সাত কোটি ছেষট্টি লক্ষ তিরান্নব্বই হাজার তিনশত ছয় টাকা ব্যয় সম্বলিত কতিপয় সংশোধনীসহ বাজেট অনুমোদনের জন্যে প্রস্তাব করলে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo