বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সাদাপাথর হরিলুট : প্রাথমিক তালিকায় রাজনৈতিক নেতাসহ জড়িত ১০৩ জন কোম্পানীগঞ্জের পাথরসহ গ্রেফতার হওয়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে – এড. মোমিন ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ: এড. মোমিন জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা হাবিবুর রহমান ফরেইন এডমিশন এন্ড কেরিয়ার ডেভোলপমেন্ট ও কনসালটেন্টস এসোসিয়েশন সিলেট জোনের সংবর্ধনা সিলেট ল’ কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটিকে যুবদলের শুভেচ্ছা ও অভিনন্দন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান দলীয় পদ হারানোর পর এবার গ্রেফতার হচ্ছেন সাহাব উদ্দিন
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী বলেছেন, পবিত্র রমজান মাস কেবল রোযা রাখার জন্যই নয়, বরং আমাদের আত্মশুদ্ধি, তাক্বওয়া ও ইসলামী সমাজ বিনির্মাণের এক অনন্য সুযোগ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনকে সুষ্ঠুভাবে পরিচালিত করার দিকনির্দেশনা দেয়। তিনি আরো বলেন, গত সপ্তাহে মাগুরায় ৮ বছর বয়সী শিশু আছিয়া যৌন নির্যাতনের শিকার হয়। এই নিষ্পাপ শিশুটির ওপর এমন পাশবিক নির্যাতন আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের এক করুণ উদাহরণ। এই ঘটনায় দেশের সর্বস্তরের মানুষ ক্ষোভ প্রকাশ করেছে এবং ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমেছে। ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড ও তার বাস্তবায়ন করতে হবে, যাতে অপরাধীরা কঠোর শাস্তি পায় এবং ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়। তাই আসুন, আমাদের দেশের বর্তমান পরিস্থিতি আমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। তবে আমরা যদি ঐক্যবদ্ধ হই, সততা ও ন্যায়ের পথে চলি, তাহলে ইনশাআল্লাহ এই সংকট থেকে আমরা মুক্তি পাবো।আমরা সকলে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার প্রতিজ্ঞা করি। আল্লাহ আমাদের সহায় হোন।

১৭ মার্চ, সোমবার সিলেট নগরীর অভিজাত প্যারালাক্স রেস্টুরেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরী শাখার উদ্যোগে “ইসলামী সমাজ বিনির্মাণে মাহে রমযানের শিক্ষা ও করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহিবুর রহমান রায়হানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মনজুরে মাওলা, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট- ময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম জলিল, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ -সভাপতি ডা: ফয়জুল হক,পেশাজীবি ফোরাম সিলেট মহানগর আহবায়ক আশরাফ হোসেন জামান, সংগঠনের শাবিপ্রবি শাখা সভাপতি শেখ হোসাইন আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সাবেক সেক্রেটারি মাওলানা খায়রুল ইসলাম, সাবেক মহানগর সেক্রেটারি মোস্তফা আহমদ সোহান,খেলাফত মজলিস সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাসুক আহমদ।

বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি শাহীন আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর আহ্বায়ক দেলোয়ার হোসাইন, ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক আশফাক ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশ সাধারণ সম্পাদক সাইফুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পশ্চিম জেলা সেক্রেটারি তাহের আব্দুল্লাহ, সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক খালেদ আহমদ, অফিস প্রচার সম্পাদক আব্দুল মুকিত, এমসি কলেজ সভাপতি আব্দুল বাসিত, সেক্রেটারি আহমদ সালমান, দক্ষিণ সুরমা পশ্চিম থানা সভাপতি আব্দুল ওয়াদুদ, স্কুল বিভাগ সভাপতি মাহমুদ সিদ্দিকী, জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ, গোয়াইনঘাট উপজেলা দক্ষিণ সভাপতি হাফিজুর রহমান চৌধুরী প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo