শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে যুক্তরাজ্য প্রবাসী দম্পতির পেশেন্ট ট্রান্সফার ট্রলী প্রদান ২নং খাজাঞ্জি ইউনিয়নের ওয়ার্ড কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত সাদা পাথর লুটের ঘটনায় প্রায় দুই হাজার ব্যক্তি জড়িত : হাইকোর্টে প্রতিবেদন দাখিল নগরে টিসিবির পন্য বিতরণে অনিয়মের অভিযোগ ক্রেতাদের ওসমানীনগরে প্রতিপক্ষের হামলা : আহত আকবর’কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ ব্যবসায়ী এ.কে.এম সাজু’র প্রতিবাদ সাদা পাথর লুট : দুদকের তালিকায় নেই ম্যাজিক ম্যান আরিফের নাম জগন্নাথপুরে সরকারী জায়গায় বিএনপি নেতার দোকান নির্মাণ
নির্বাচিত হলে ইলিয়াস আলীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করব: লুনা

নির্বাচিত হলে ইলিয়াস আলীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করব: লুনা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। তাই আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে এম. ইলিয়াস আলীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করব। আমি আপনাদের সুখে-দুঃখে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যারা দীর্ঘদিন ধরে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দমনপীড়নের শিকার হয়েছেন, তাদেরকে আমাদের দল সর্বদা অগ্রাধিকার দেবে, এমনটাই আমি বিশ্বাস করি। ১৬ বছর ধরে আওয়ামী সরকার বাকশাল কায়েম করে দেশের জনগণের উপর নির্যাতন চালিয়েছে, এমনকি এম. ইলিয়াস আলীর মতো নেতাকেও গুম করেছে। এই ইউনিয়নের কৃতি সন্তান গাড়ি চালক আনসার আলীসহ অসংখ্য বিএনপি নেতাকর্মীও এই সরকারের হাতে গুম হয়েছেন। তবে সর্বশেষ ৫ই আগস্ট বিএনপি ও ছাত্র-জনতার আন্দোলনের কারণে শেখ হাসিনার সরকার দেশ ত্যাগ করে পালিয়ে গেছে। এটি বাংলাদেশের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে।

তিনি সোমবার ২নং খাজাঞ্চী ইউনিয়নে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থ্যতা এম ইলিয়াস আলী ও গাড়ি চালক আনসার আলীসহ সকল গুমকৃত ব্যক্তির সন্ধান কামনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

২নং খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি সভাপতি মাওলানা আবুল বশর মো. ফারুকের সভাপতিত্বে ও খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদ আহমদ, উপজেলা বিএনপির দফতর সম্পাদক আমির উদ্দিন মেম্বার এবং বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কয়েস মিয়া, বিশ্বনাথ উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল ইসলাম, পৌর যুবদেলর আহ্বায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান জামান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন আহমদ পাবেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন, ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা দিলওয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি সৈয়দুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম আকবর, উপজেলা ছাত্রদলের সদস্য কয়েস আহমদ সবুজ।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo