বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
ধেয়ে আসছে অতিভারি বৃষ্টিবলয় ‘স্পিড’ সাদাপাথর হরিলুট : প্রাথমিক তালিকায় রাজনৈতিক নেতাসহ জড়িত ১০৩ জন কোম্পানীগঞ্জের পাথরসহ গ্রেফতার হওয়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে – এড. মোমিন ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ: এড. মোমিন জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা হাবিবুর রহমান ফরেইন এডমিশন এন্ড কেরিয়ার ডেভোলপমেন্ট ও কনসালটেন্টস এসোসিয়েশন সিলেট জোনের সংবর্ধনা সিলেট ল’ কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটিকে যুবদলের শুভেচ্ছা ও অভিনন্দন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান
সিলেটে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সিলেটে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিউজ মিরর ডেস্ক
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাস ও আউটসোর্সিং বাতিলসহ ৫ দফা দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ সিলেট জেলা শাখা।

রোববার (২৩ মার্চ) সকাল ১১টায় বন্দরবাজারস্থ কালেক্টরেক্ট মসজিদের সামনে মানববন্ধন শেষে মিছিল সহকারে ডিসি অফিস গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরের জামান চৌধুরী মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি পেশ করেন নেতৃবৃন্দ।

৫ দফা দাবি হলো- নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) রমজানের মধ্যে পাস , ঈদুল ফিতরের পূর্বে (বকেয়া) বেতন ও বোনাস পরিশোধ, শিক্ষকদের গ্রেড ভুক্ত করে স্থায়ীকরণ ও আউটসোর্সিং-এর ঘোষণা বাতিল, শিক্ষক-শিক্ষিকাগণের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান এবং শিক্ষক-শিক্ষিকাগণ অসুস্থ, অবসর অথবা মৃত্যুবরণ করলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান।

মানববন্ধন বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে যুক্ত শিক্ষকরা নানাভাবে অবহেলিত হয়ে আসছেন। তারা নিয়মিত পাঠদান করলেও এখনও পর্যন্ত তাদের চাকরির স্থায়ীকরণ হয়নি, বেতন কাঠামো উন্নত করা হয়নি, এমনকি ঈদের মতো গুরুত্বপূর্ণ উৎসবেও বেতন-বোনাস নিয়ে অনিশ্চয়তা থাকে। তারা বলেন, আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা হলে শিক্ষাব্যবস্থার আরও উন্নয়ন হবে। শিক্ষকরা না বাঁচলে শিক্ষা কার্যক্রমও ব্যাহত হবে। তাই সরকারের উচিত দ্রুত আমাদের দাবি মেনে নেওয়া। শিক্ষক নেতারা আরো জানান, রমজানের মধ্যে পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন তারা।

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইদ্রিছ আহমদ জাকারিয়া’র সভাপতিত্বে ও মাওলানা জাহাঙ্গির আলমের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে এম মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, কেন্দ্রীয় উপদেষ্টা হাফিজ মাওলানা নওফেল আহমদ, সিলেট মহানগর জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট জেলার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবিদ হাসান।

একত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন- জেলা ফিল্ড অফিসার মাহফুজুর রহমান, মাস্টার ট্রেইনার মুফতি মামুনুর রশিদ, ফিল্ড সুপারভাইজার ইকবাল হোসাইন (বিয়ানীবাজার), শাব্বির আহমদ (ফেঞ্চুগঞ্জ), ময়নুল ইসলাম (জৈন্তাপুর), আব্দুল আজিজ (দক্ষিণ সুরমা) ইসমাইল হোসেন (কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট), জাকির হোসাইন (জকিগঞ্জ), জামাল আহমদ (বিশ্বনাথ ও বালাগঞ্জ), মাশুক আহমদ (ওসমানীগনর), হাফিজ মাওলানা আব্দুল আহাদ (গোলাপগঞ্জ), মডেল কেয়ারটেকার মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, মাওলানা আলাউদ্দিন, মাওলানা ফজল আহমদ্, মাওলানা আসহাব আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা মিসবাহ উদ্দিন, মাওলানা মুস্তাক আহমদ, মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী, মাওলানা গোলাম হোসাইন, মাওলানা মখলিছুর রহমান, মাওলানা এনামুল হক প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo