বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
বিএনপির ৩১ দফা জনগণের স্বপ্নপূরণ ও অধিকার প্রতিষ্ঠার রূপরেখা : অ্যাড. মোমিন জরুরী সংবাদ সম্মেলনে যা বললেন বিএনপি নেতা কয়েস লোদী ও ইমদাদ ফারুক আহমদ তাঁর কর্মে মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন সাদাপাথর কান্ড : ফেঁসে গেলেন সেই ভাইরাল মোকাররিম সিলেটের পাথর লুটেরাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে প্রশাসন সাদাপাথর কান্ড : চুরির সঙ্গে জড়িত সিলেটের রাজনৈতিক ৪২ নেতা ধেয়ে আসছে অতিভারি বৃষ্টিবলয় ‘স্পিড’ সাদাপাথর হরিলুট : প্রাথমিক তালিকায় রাজনৈতিক নেতাসহ জড়িত ১০৩ জন কোম্পানীগঞ্জের পাথরসহ গ্রেফতার হওয়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে – এড. মোমিন
সাধারণ মানুষ ভোট দিতে চায়, নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায় : কয়েস লোদী

সাধারণ মানুষ ভোট দিতে চায়, নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায় : কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিসিকের সাবেক প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আওয়ামীলীগ দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মানবাধিকারকে হরন করেছিল। তারা ক্ষমতাকে পাকাপোক্ত করতে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। বিগত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি।

আওয়ীলীগের ক্যাডার এবং প্রশাসনে থাকা দলীয় বাহিনী দিনের ভোট রাতে দিয়ে দিত, আবার কখনো কখনো ভোট ছাড়াই এমপি-মন্ত্রী হয়ে যেত। তুমি, আমি, ডামি মিলে নির্বাচনী নাটক মঞ্চস্থ করা হতো। সর্বপোরী দীর্ঘ দিন থেকে ভোটাধিকার প্রয়োগ করতে না পারা সাধারণ মানুষ এখন ভোট দিতে চায়। জনগন ভোট দিয়ে নিজেদের প্রতিনিধিদেও রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিতে চায়। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন অনুষ্টানের ব্যবস্থা করুন।

বৃহষ্পতিবার বিকেলে সিলেট নগরীর উপশহর পয়েন্ট এলাকায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে সঞ্চালনা করেন সিলেট জেলা বিএনপির সহ সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আওয়ামীলীগ ক্ষমতাকে আকড়ে রাখতে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে দেশবাসীর উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পায়ে হেটে কারাগারে গিয়েছিলেন এবং হুইল চেয়ারে ফিরেছেন। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরতে দেয়া হয়নি। সর্বশেষ জুলাই-আগষ্ট বিপ্লবের সময় নির্বিচারে গণহত্যা চালিয়েছে। ছাত্রজনতার গণঅভ্যূত্থানের পর শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। জনগন তাদেরকে ক্ষমতা করবেনা। গুম-খুন ও গণহত্যা সহ সকল অপকর্মের বিচার এদেশের মাঠিতেই হবে ইনশাআল্লাহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা মহিলা দলের সহ সভাপতি ফেরদৌসী ইকবাল, সিলেট জেলা জাসাসের সাবেক সদস্য সচিব ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ট্রেজারার জহিরুল ইসলাম তুহিন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদ আহমদ তালুকদার, ২২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, জেলা মহিলা দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক দিবা রানী দে বাবলী, সিলেট জেলা মহিলা দল নেত্রী হালিমা বেগম, জলি পুরকায়স্থ প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo