বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সাদাপাথর হরিলুট : প্রাথমিক তালিকায় রাজনৈতিক নেতাসহ জড়িত ১০৩ জন কোম্পানীগঞ্জের পাথরসহ গ্রেফতার হওয়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে – এড. মোমিন ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ: এড. মোমিন জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা হাবিবুর রহমান ফরেইন এডমিশন এন্ড কেরিয়ার ডেভোলপমেন্ট ও কনসালটেন্টস এসোসিয়েশন সিলেট জোনের সংবর্ধনা সিলেট ল’ কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটিকে যুবদলের শুভেচ্ছা ও অভিনন্দন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান দলীয় পদ হারানোর পর এবার গ্রেফতার হচ্ছেন সাহাব উদ্দিন
সিলেটে নকল নবিশ অ্যাসোসিয়েশন ও রেজিস্ট্রেশন পরিবারের বর্ষবরণ

সিলেটে নকল নবিশ অ্যাসোসিয়েশন ও রেজিস্ট্রেশন পরিবারের বর্ষবরণ

নিউজ মিরর ডেস্ক
বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার আয়োজনে ও রেজিস্ট্রেশন পরিবার সিলেটের সহযোগিতায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে সিলেট নগরীর রেজিস্টারি মাঠে সংগঠন দুটির পরিবারের সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানটি পরিণত হয় মিলন মেলায়।

বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা রেজিস্টার মো. জহুরুল ইসলাম।

বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি নিজাম আল দ্বীন এর সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা সাব-রেজিস্টার মো. মিজাহারুল ইসলাম, সিলেট সদর সাব-রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আব্দুস সালাম, সিলেট সদর সাব-রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) মো. মিল্লাত হোসেন, কুলাউড়া উপজেলা সাব-রেজিস্টার মো. তৌসিফ আনোয়ার খান, বিয়ানীবাজার উপজেলা সাব রেজিস্টার মো. জয়নাল আবেদীন, কানাইঘাট উপজেলা সাব রেজিস্টার মিনহাজ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা সাব রেজিস্টার মোছা. মুক্তা সুলতানা, গোয়াইনঘাট উপজেলা সাব রেজিস্টার মো. মাসুদ পারভেজ, কোম্পানীগঞ্জ উপজেলা সাব রেজিস্টার ফখরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্র মোশাররফ হোসেন, সুনামগঞ্জ জেলার রেজিস্টার অফিসের অফিস সহকারী আব্দুল আজিজ, সিলেট সদর সাব রেজিস্ট্রার অফিসের সহকারি শাহরান আহমদ, সদর মহাফেজ খানার রেকর্ড কীপার আলী রাজা, বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান, আব্দুল মালিক, দলিল লেখক সমিতি সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লুতফুর রহমান খান, সদরের সাবেক সভাপতি মাহমুদ আলী, সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান সায়েক, সাবেক সদস্য সচিব মুহিবুর রহমান জিলু, এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি প্রদিপ চন্দ্র দে, কোম্পানি গঞ্জের সাধারণ সম্পাদক জাহান উদ্দিন, উজ্জ্বল দেবনাথ, খায়রুল ইসলাম, রাজু তালুকদার, জামিল আহমেদ, আব্দুর রব, ফয়সল আহমেদ, সঞ্জু লাল ধর, ফয়জুল আলম, সামস উদ্দিন, হেলাল আহেদ, দিলোয়ার আহমেদ, মুহিত খান, তরুন।

এছাড়া সফর সঙ্গী হিসেবে সিলেটে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় নেতা মোঃ শাহিন আলম, সরোয়ার হোসেন, হায়াত খান, আখতারুজ্জামান রানা, ছগির আহমেদ, এনায়েত হোসেন, সেলিম রেজা, লিটন আহমেদ, হায়াতুল ইসলাম, মাহমুদুল ইসলাম, শেখ এনামুল হাসান রুমেল,মাসুদ রানা,মজিবুর রহমান মিজানুর রহমান, বাশার খান, আলমগীর হোসেন, সোহাগ খান ও জিয়াউর রহমান সবুজ সহ সিলেটের ১৩ টি সাব রেজিস্ট্রার অফিসের কর্মচারীবৃন্দ।

বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলার রেজিস্টার মোঃ জহুরুল ইসলাম বলেন, বাংলা নববর্ষ আমাদের জীবনের অংশ হয়ে আছে। বাংলা নববর্ষ আমাদের সর্বজনীন অনুষ্ঠান। ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবার অংশগ্রহণে এ উৎসব হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রাণের উৎসব। আমরা আমাদের ঐতিহ্যকে লালন করে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে কাজ করবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ বেলুন উড়িয়া বর্ষবরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর অতিথিবৃন্দ রেজিস্টারি মাঠে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে অনুষ্ঠানের অতিথি ও অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নভোজের পর ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ও ছোট শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সবশেষে অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo