নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরের চৌহাট্টায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫ টার দিকে চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শহিদ আহমদ চৌধুরী (৫৮)। তিনি দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার বাসিন্দা।
দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।