সিলেট নগরীর আম্বরখানাস্থ হোটেল টি ল্যান্ডের নিচে সুমন আহমদ (৩০) নামক এক যুবকের উপর হামলার ঘটনায় ইশতিয়াক আহমদ রাজু’র জামিন নামোঞ্জুর করে কারাগারে প্রেরনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কিছু অনলাইন নিউজ পোর্টালে তাকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। সেই সংবাদে ইশতিয়াক আহমদ রাজু’কে ছাত্রদল নেতা হিসেবে আখ্যায়িত করা হয়।
বিষয়টি নজরে আসে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের। তারা এই বিষয়টি নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানান।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেলের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- কিছুদিন যাবৎ বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনৈক ইশতিয়াক আহমদ রাজু’কে সিলেট মহানগর ছাত্রদল নেতা বলে পরিচয় দেয়া হচ্ছে। যা সম্পূর্ন ভিত্তিহীন। ইশতিয়াক আহমদ রাজু সিলেট জেলা ও মহানগর বা জেলা ও মহানগর ছাত্রদলের অধিনস্থ কোনো ইউনিটের রাজনীতিতে কোনোভাবেই সম্পৃক্ত নন।-প্রেস বিজ্ঞপ্তি।