বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সাদাপাথর হরিলুট : প্রাথমিক তালিকায় রাজনৈতিক নেতাসহ জড়িত ১০৩ জন কোম্পানীগঞ্জের পাথরসহ গ্রেফতার হওয়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে – এড. মোমিন ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ: এড. মোমিন জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা হাবিবুর রহমান ফরেইন এডমিশন এন্ড কেরিয়ার ডেভোলপমেন্ট ও কনসালটেন্টস এসোসিয়েশন সিলেট জোনের সংবর্ধনা সিলেট ল’ কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটিকে যুবদলের শুভেচ্ছা ও অভিনন্দন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান দলীয় পদ হারানোর পর এবার গ্রেফতার হচ্ছেন সাহাব উদ্দিন
রজব আলী খানের ৮ম মৃত্যুবার্ষিকীতে জিডিএফ’র সভা ও দোয়া মাহফিল

রজব আলী খানের ৮ম মৃত্যুবার্ষিকীতে জিডিএফ’র সভা ও দোয়া মাহফিল

জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি ও জিডিএফ’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রজব আলী খান নজীবের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) ও মরহুমের পরিবারের উদ্যোগে খতমে কুরআন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বাদ জুম্মা নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জজ কোর্টের সাবেক পিপি এডভোকেট নোমান মাহমুদ।
জিডিএফ’র সহ সভাপতি এডভোকেট রাকিব আলী খানের সভাপতিত্বে ও মহাসচিব এবং নির্বাহী পরিচালক বায়জিদ খানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাবেল। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র কোষাধ্যক্ষ সৈয়দ আলমগীর হোসেন।
অন্যান্যের বক্তব্য রাখেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সহ সভাপতি মো. দুলাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. নুুরুল ইসলাম, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান সমছু, দপ্তর সম্পাদক আল আমিন, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জিডিএফ’র সদস্য পার্থ সারথী দত্ত, শিক্ষক মো. শাহজাহান, আফজল শিকদার, সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, শিক্ষিকা সরুপা বেগম, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি, জিডিএফ সদস্য শিলন বেগম, ফাতেমা বেগম। এছাড়াও জিডিএফ’র শিক্ষার্থীরাসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা ধর্মীয় শিক্ষক আনিসুল হক।
আলোচনা সভায় বক্তারা বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মরহুম রজব আলী খান নজীব। তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও সুস্থ সবল মানুষের মত দেশ, সমাজ এবং প্রতিবন্ধী সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে গেছেন, যা ইতিহাস হয়ে থাকবে। তার কর্মতৎপরতা অনুসরণ করে প্রতিবন্ধী ও সামাজিক সংগঠনগুলো কাজ করলে দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠী উপকৃত হবেন। বক্তারা আরো বলেন, কর্মগুণে রজব আলী খান নজীব আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। বক্তারা তার আদর্শ অনুসরণ করে প্রতিবন্ধীদের মানব সম্পদে পরিণত করার লক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo