বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সাদাপাথর হরিলুট : প্রাথমিক তালিকায় রাজনৈতিক নেতাসহ জড়িত ১০৩ জন কোম্পানীগঞ্জের পাথরসহ গ্রেফতার হওয়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে – এড. মোমিন ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ: এড. মোমিন জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা হাবিবুর রহমান ফরেইন এডমিশন এন্ড কেরিয়ার ডেভোলপমেন্ট ও কনসালটেন্টস এসোসিয়েশন সিলেট জোনের সংবর্ধনা সিলেট ল’ কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটিকে যুবদলের শুভেচ্ছা ও অভিনন্দন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান দলীয় পদ হারানোর পর এবার গ্রেফতার হচ্ছেন সাহাব উদ্দিন
জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা হাবিবুর রহমান

জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা হাবিবুর রহমান

সিলেট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমরা এই দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের পক্ষের শক্তি। বৈষম্যমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনে আমরা বদ্ধপরিকর। তিনি বলেন, আমরা চাঁদাবাজদের রুখে দিতে চাই। সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক এটা আমাদের লক্ষ। তিনি বলেন, আজ চা শ্রমিকদের এমন অবস্থানে রাখা হয়েছে, যেন তারা মানুষই নয়। তাদের নেই কোনো অধিকার, নেই সম্মানজনক জীবনযাপন। অথচ আল্লাহ তা’আলা প্রত্যেক আদম সন্তানকে সম্মানিত করেছেন। এই শ্রমিকরা দিনভর কঠোর পরিশ্রম করে, আর একটি শ্রেণি তাদের শ্রমকে পুঁজি করে বিলাসিতায় মেতে ওঠে। জামায়াতে ইসলামি রাষ্ট্রক্ষমতায় এলে এই বৈষম্যের অবসান ঘটাবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আমি ইবনে সিনা নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছি, যেখানে কর্মীদের সর্বনিম্ন বেতন ১৫ হাজার টাকা। অথচ চা শ্রমিকরা মাত্র ১৭৮ টাকা দৈনিক মজুরিতে কাজ করেন, এটা অন্যায়, এটা বৈষম্য। আমরা এই ব্যবস্থার পরিবর্তন চাই। তিনি সকল ধর্ম-বর্ণের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একবার আমাদের সুযোগ দিন। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামকে ভোট দিন। আমি নির্বাচিত হলে আপনাদের পাশে থাকব। প্রয়োজনে সিলেটের সকল রাজনৈতিক নেতাদের নিয়ে আপনাদের ন্যায্য দাবিতে আন্দোলন গড়ে তুলে সকল সমস্যা স্থায়ী সমাধান করব ইনশাআল্লাহ।
তিনি শুক্রবার (১৫ আগস্ট) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন, রেজি নং চট্ট-১৬৬৯ এর উদ্যোগে চা শ্রমিকদের সাথে মতবিনিময় ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিসিকের ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি আনোয়ার হোসেন পাঠানের সভাপতিত্বে ও সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর জামায়াতের সহ সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক ও রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মারুফ, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি দেলওয়ার হোসেন, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ফরিদ আহমদ, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান, ৭নং ওয়ার্ড জামায়াতের টিম সদস্য সৈয়দ বাহারুল ইসলাম রিপন, চিতল মাটি ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন, সেক্রেটারী তাজ উদ্দিন, বিশিষ্ট মুরব্বী মাহমুদুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মোবারক আলী, বাহার উদ্দিন, জালাল উদ্দিন, ইসলাম উদ্দিন, সাজ্জাদুর রহমান, শাহ আলম, আকবর মিয়া, হিন্দু সম্রাদায় থেকে বক্তব্য রাখেন প্রেমা দাস। এছাড়া অসংখ্য চা শ্রমিক নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo