নিউজ মিরর ডেস্ক
বেসরকারি সংস্থা এফআইভিডিবি ও যুক্তরাজ্যের কেলি বিশ্ববিদ্যালয়ের সহায়তায় আন্তর্জাতিক শিক্ষা অনুসন্ধানমূলক অনুদান প্রকল্পের আওতায় মিডওয়াইফারি স্বাস্থ্যশিক্ষা, নারীর ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতিতে শক্তিশালী করতে তিন দিন ব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। ‘স্বাস্থ্যসেবা শিক্ষা এবং সামাজিক অগ্রগতিতে সহায়তার জন্য অংশীদারিত্ব’ শীর্ষক এই কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন যুক্তরাজ্যের প্রশিক্ষকরা।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের কেলি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ও স্বাস্থ্য বিজ্ঞানের প্রফেসর ডা. সেরাহ আইনস্লি ও সিনিয়র লেকচারার ডা. নাজিম আলী। তিন দিনের এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিলো মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়ন, এফআইভিডিবি মিডওয়াইফারি ইনস্টিটিউটের শিক্ষকদের দক্ষতা বিকাশ এবং সামগ্রিক শিক্ষার পরিবেশ সমৃদ্ধকরণে উন্নত বিশ্বে ব্যবহৃত পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা।
কর্মশালায় প্রশিক্ষকরা আধুনিক শিক্ষণ পদ্ধতি, স্বাস্থ্যশিক্ষায় প্রযুক্তির ব্যবহার এবং সামাজিক পরিবর্তনের জন্য সমন্বিত কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণ শেষে কর্মশালায় উপস্থিত শিক্ষকরা জানান, এটি ছিলো অসাধারণ, জ্ঞানসমৃদ্ধ ও অন্তর্দূষ্টিপূর্ণ অভিজ্ঞতা। স্বাস্থ্য শিক্ষার নতুন ধারণা ও বাস্তব প্রয়োগ সম্পর্কে অনেক কিছুই তারা শিখতে পেরেছেন।
প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফআইভিডিবি’র নির্বাহী পরিচালক বজলে মোস্তফা রাজী, পরিচালক মোঃ ফাহিম সারওয়াত, এফআইভিডিবি মিডওয়াইফারি ইন্সটিটিউটের অধ্যক্ষ ইলা রানী দেব প্রমুখ। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
সিলেট নগরীর উপকণ্ঠ খাদিমপাড়ার কল্লগ্রামে এফআইভিডিবি মিডওয়াইফারি ইনস্টিটিউট ২০১২ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটিতে তিন বছর মেয়াদী মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্স করার সুযোগ পান মেয়েরা। সম্পূর্ণ আবাসিক প্রতিষ্ঠান দৃষ্টিনন্দন, মনোমুগ্ধকর ক্যাম্পাসে নিয়ে স্বাস্থ্যখাতে নারী শিক্ষায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর আওতায় পরিচালিত এই প্রতিষ্ঠানে এফআইডিভিবি প্রতি বছর আর্থিক ভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে।