সম্প্রতি সিলেটের লাক্কাতুরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী রাহাত হোসেনের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনাকে কেন্দ্র করে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির সিলেট মহানগর শাখা। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ এবং মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু এর প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে ছাত্ররাজনীতিতে ছাত্রলীগ এখন একটি ঘৃণিত নাম। প্রতিষ্ঠালগ্ন থেকে, বিশেষ করে গত ১৬ বছরে ক্ষমতার প্রভাব খাটিয়ে তারা ক্যাম্পাসসহ দেশকে অপরাধের এক অভয়ারণ্যে পরিণত করেছিল। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্মম হত্যাযজ্ঞে মেতে উঠেছিল তারা। এসব মানবতাবিরোধী কর্মকা-ের দায়েই সংগঠনটিকে বাংলাদেশের আইন অনুযায়ী নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের আইন অনুযায়ী, তাদের অপরাধী কর্মকা-ের যথাযথ পদক্ষেপ নেওয়া একমাত্র দায়িত্ব প্রশাসনের। ছাত্রশিবির কখনো আইন হাতে তুলে নেওয়ার পক্ষপাতী নয়।
নেতৃবৃন্দ বলেন, আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উক্ত ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। কিন্তু কিছু গণমাধ্যম ও ব্যক্তি উক্ত ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। ছাত্রশিবির একটি আদর্শিক ছাত্রসংগঠন হিসেবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, ছাত্র-অধিকার এবং নৈতিক চরিত্র গঠনের পক্ষে কাজ করে আসছে। অতীতে যেভাবে ছাত্রশিবিরকে ষড়যন্ত্রমূলকভাবে অপরাধমূলক ঘটনায় জড়িয়ে রাজনৈতিকভাবে ঘায়েল করার চেষ্টা করা হয়েছে, এখনও সেই অপপ্রচারের পুনরাবৃত্তি করা হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি। সাথে সাথে সকল গণমাধ্যম ও সংশ্লিষ্ট মহলকে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।-বিজ্ঞপ্তি