শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
কোরআনের আলোয় পশু-পাখীর জীবন আধুনিক সমাজে দিশারী: সৈয়দ মবনু ভোক্তাদের অধিকার রক্ষায় তরুণ সমাজকে আরও সচেতন ও সক্রিয় হতে হবে: ড. সৈয়দ মিজানুর রহমান ছাত্রদলের হিফজুরের জীবন নিয়ে চলছে রাজনীতি : পাশে নেই কেউ! পরিবেশ রক্ষা ও মানবকল্যাণে একযোগে কাজ করবে রেড ক্রিসেন্ট: ভিপি মাহবুব বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সভা সম্পন্ন সিলেটে ৪ দিন ধরে ব্যাংক কর্মকর্তা বাবুল নিখোঁজ জকিগঞ্জে যুবদল নেতা এনামের ওপর হামলা বিএমজেএ এর ৩দিন ব্যাপী কক্সবাজার ভ্রমণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন এমসি কলেজ ছাত্রদলের সহ সভাপতি জাকিরের চাচার মৃত্যুতে শোক শনিবার সিলেট নগরীর ২৩টি এলাকায় বিদ্যুৎ থাকবে না
ভোক্তাদের অধিকার রক্ষায় তরুণ সমাজকে আরও সচেতন ও সক্রিয় হতে হবে: ড. সৈয়দ মিজানুর রহমান

ভোক্তাদের অধিকার রক্ষায় তরুণ সমাজকে আরও সচেতন ও সক্রিয় হতে হবে: ড. সৈয়দ মিজানুর রহমান

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান বলেছেন, ভোক্তাদের অধিকার রক্ষায় তরুণ সমাজকে আরও সচেতন ও সক্রিয় হতে হবে। তৃণমূল মানুষ ও ভোক্তাদের চাহিদা বিবেচনা করে সরকারের যেকোন প্রকল্প বাস্তবায়ন করলে জাতি উপকৃত হবে। তিনি দেশের গার্মেন্টস শিল্পের কর্মীদের উদাহরণ দিয়ে বলেন, তাদের শারীরিক ও মানসিক চিন্তা চেতনা তাদেরকে অল্প বয়সে ভিন্ন রকম পরিস্থিতিতে পড়তে হয়। কারণ তারা সময়মতো শারীরিক যত্ন না নেওয়ার কারণে দিন শেষে তারা চিকিৎসকের কাছে যেতে যেতে জীবন শেষ হয়ে যায়। তিনি আরও বলেন, মানুষের অধিকার রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে ভোক্তা অধিকারের আন্দোলনে সামিল করে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ক্যাবের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। তরুণ সমাজ যদি সচেতন হয়, তবে তাদের প্রচেষ্টায় ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব।
তিনি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর উপশহরস্থ গ্রামীন জনকল্যাণ ভবনের সম্মেলন কক্ষে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ভোক্তাদের অধিকার রক্ষায় তরুণ সমাজকে সম্পৃক্ত করার তাগিদ দিয়ে এ লক্ষ্যে সিলেটে সকল মহলের উপস্থিতিতে একটি সচেতনতা সভা করার আহ্বান জানান।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটির সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা কমিটির সদস্য সাংবাদিক ইকবাল কবির, সিনিয়র সাংবাদিক এম এ হান্নান, সিদ্দিকুর রহমান, হাসিনা বেগম চৌধুরী, মো. দুলাল হোসেন, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, কাওছার আহমদ, অধ্যাপিকা জান্নাত আরা খান পান্না, ববিতা আক্তার লস্কর, এডভোকেট কবির আহমদ, মো. শাহজাহান চৌধুরী, সৈয়দ নিরাজ রহমান, ইনামুল হক চৌধুরী, আহমদ শাহজাহান চৌধুরী, মাজিদা বেগম, কামাল উদ্দিন আহমেদ, সার্জেন্ট আবুল হোসেন, মো. আব্দুল্লাহ মো. ফজলে রাব্বী চৌধুরী, এম এম এ শহীদ, রিয়াজ উদ্দিন আহমদ, ওয়াদুদ মিয়া, মো. শফিকুল ইসলাম, আতেফ চৌধুরী, শহীদ মিয়া, সাংবাদিক আব্দুল খালিক প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo