মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
ECRU-এর সিলেট বিভাগীয় ও জেলা কমিটি ঘোষণা মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ১৯-২২ সেপ্টেম্বর ত্রয়োদশ সম্মেলন উপলক্ষে সিপিবি সিলেট জেলার কর্মীসভা ১৫ বছর এদেশের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার কাছে নির্যাতিত-নিপীড়িত হয়েছে: কয়েস লোদী ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের র‌্যালী ও পথসভা যুবদলকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অপরিসীম: অ্যাড মোমিন ১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স নারীরা দেশের অর্থনীতির বড় হাতিয়ার: সাবেক মেয়র আরিফ মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন
সমাজসেবা অধিদপ্তর দেশের সুবিধাবঞ্চিত শিশু ও দুর্বল জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে: মহাপরিচালক সাইদুর রহমান খান

সমাজসেবা অধিদপ্তর দেশের সুবিধাবঞ্চিত শিশু ও দুর্বল জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে: মহাপরিচালক সাইদুর রহমান খান

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বাংলাদেশ বিনির্মাণে তোমাদের সাথে নিয়ে আমরা নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তর দেশের সুবিধাবঞ্চিত শিশু ও দুর্বল জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি শিশু পরিবারের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার। তোমাদের জন্যই আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। তিনি বিজয়ীদের উৎসাহিত করে বলেন, তোমাদের প্রতিভা বিকাশের জন্য সমাজসেবা অধিদপ্তর সবসময় পাশে আছে এবং থাকবে।
তিনি শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট শহরের বাগবাড়িস্থ সরকারি শিশু পরিবারের মাঠে অনুষ্ঠিত সমাজসেবা অধিদপ্তরাধীন সিলেট বিভাগের আন্ত:প্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহের সভাপতিত্বে ও বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ সচিব) মোহাম্মদ হাবিবুর রহমান, মহাপরিচালকের সহধর্মিনী নাজমীন তাহমিনা জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিভাগীয় উপ-পরিচালক নিরাশ রঞ্জন দাস, জেলা উপ-পরিচলক মো. আব্দুর রফিক। এছাড়াও সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, সরকারি শিশু পরিবারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে শিশু পরিবারের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিশুরা সংগীত, প্রদর্শনী ও আবৃত্তি পরিবেশন করে। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo