শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ১৯-২২ সেপ্টেম্বর ত্রয়োদশ সম্মেলন উপলক্ষে সিপিবি সিলেট জেলার কর্মীসভা ১৫ বছর এদেশের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার কাছে নির্যাতিত-নিপীড়িত হয়েছে: কয়েস লোদী ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের র‌্যালী ও পথসভা যুবদলকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অপরিসীম: অ্যাড মোমিন ১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স নারীরা দেশের অর্থনীতির বড় হাতিয়ার: সাবেক মেয়র আরিফ মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে যুক্তরাজ্য প্রবাসী দম্পতির পেশেন্ট ট্রান্সফার ট্রলী প্রদান
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতার অনুমোদনহীন ‘মিনারেল ওয়াটার’ ব্যবসা!

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতার অনুমোদনহীন ‘মিনারেল ওয়াটার’ ব্যবসা!

https://newsmirror24.news/

বিশেষ প্রতিবেদক
সিলেট নগরীর দক্ষিণ সুরমার কুচাইয়ে নিয়মনীতি উপেক্ষা করে জমজমাটভাবে চলছে স্বেচ্ছাসেবক লীগ নেতার অনুমোদনহীন ‘মিনারেল ওয়াটার’ ব্যবসা। ‘সিলেট ড্রিংকিং ওয়াটার’ নামক এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে সিসিকের ৪০ নং ওয়ার্ডে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে এই কোম্পানি পরিচালনা করে আসছেন দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার আহমেদ রাসেল। তবে দীর্ঘদিন থেকে লাইসেন্স ছাড়া অবৈধভাবে এই ব্যবসা পরিচালনা হচ্ছে বলে জানা নেই সিসিক কর্তৃপক্ষের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির বিএসটিআইয়ের লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র নেই। নেই কোন বৈধ কাগজাদি। এমনকি পানি বিশুদ্ধ করার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অত্যাধুনিক ল্যাবের ব্যবস্থাও নেই প্রতিষ্ঠানে। যে ভবনটিতে এই প্রতিষ্ঠানটি, তারও নেই সিসিকের ইমারত নির্মাণের অনুমোদনের লাইসেন্স এবং ব্যবসার ট্রেড লাইসেন্স। অস্বাস্থ্যকর পরিবেশে নিজের বাড়িতে কিছু লেভার দিয়ে টেপের পানি জারে ভরে ভোক্তাদের কাছে পৌঁছানো হচ্ছে ‘মিনারেল ওয়াটার’ বলে!

স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই কোম্পানীর পানি পান করে নানান সময় অসুস্থ হয়েছেন ভোক্তারা। অতীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময়ে অনুমোদন ছাড়া খাবার পানি বিক্রির অভিযোগ করার কারণে অনেকেই হামলা-মামলার শিকার হতে হয়েছে। ৫ আগস্ট সরকার বদলের পরও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার আহমেদ রাসেলের এই পানির ব্যবসা চলমান! তারা আরো বলেন, সরকার বদলের পর সে এখন নিজেকে বিএনপি নেতা পরিচয় দিচ্ছে। অথচ তিনি বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলায় জড়িত একাধিক অস্ত্র মামলার আসামী!

একটি সূত্র জানিয়েছে, অতীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী স্বেচ্ছাসেবক লীগ নেতা হওয়ার প্রভাব খাটিয়ে অবৈধভাবে দক্ষিণ সুরমার কুচাইয়ে তার নিজ বাড়িতে কুচাইয়ের ৪০ নং ওয়ার্ডে (মাজারের বিপরীতে) ‘সিলেট ড্রিংকিং ওয়াটার’ নামক মিনারেল ওয়াটার এর ব্যবসা। সিসিকে তাকমা লাগানোর জন্য নগরের সুরমা মার্কেট থেকে সিল নিয়ে উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যানের স্বাক্ষর নিজেই করতেন।

নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে, প্রতিবেদককে সব ধরনের প্রয়োজনীয় কাগজাদি রয়েছে বলে জানান স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার আহমেদ রাসেল। তবে তা তিনি দেখাতে পারেননি। প্রতিবেদককে এসময় তিনি অমুক সাংবাদিক, হমুক সাংবাদিককে চেনেন কিনা বলে জিজ্ঞেস করেন!

বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর। তিনি জানান, এরকম কোনো অভিযোগ আসেনি। তবে তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo