মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
ECRU-এর সিলেট বিভাগীয় ও জেলা কমিটি ঘোষণা মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ১৯-২২ সেপ্টেম্বর ত্রয়োদশ সম্মেলন উপলক্ষে সিপিবি সিলেট জেলার কর্মীসভা ১৫ বছর এদেশের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার কাছে নির্যাতিত-নিপীড়িত হয়েছে: কয়েস লোদী ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের র‌্যালী ও পথসভা যুবদলকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অপরিসীম: অ্যাড মোমিন ১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স নারীরা দেশের অর্থনীতির বড় হাতিয়ার: সাবেক মেয়র আরিফ মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন
রোটার‌্যাক্ট ক্লাব অব সিলেট গ্রিন বার্ডসের ১৭তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

রোটার‌্যাক্ট ক্লাব অব সিলেট গ্রিন বার্ডসের ১৭তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর, রোটারি আন্তর্জাতিক বাংলাদেশ এর পিডিজি কর্নেল (অবঃ) এম আতাউর রহমান পীর বলেছেন, মানব সেবায় রোটার‌্যক্ট ক্লাব বহির্বিশ্বে সুনাম অর্জন করেছে। আর্তমানবতার কল্যাণে রোটার‌্যক্ট ক্লাবগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের সেবামূলক কাজগুলো গ্রহণ করে সমাজের বঞ্চিত মানুষ উপকৃত হচ্ছেন। শিক্ষা, চিকিৎসা, মানব সেবা সহ দেশের উন্নয়নে সর্বদা রোটার‌্যক্ট ক্লাবগুলো ভূমিকা রাখছে। তাদের মধ্যে অন্যতম রোটার‌্যক্ট ক্লাব অব সিলেট গ্রিন বার্ডস। তিনি এই ক্লাবের মত অন্যান্য ক্লাবগুলোকে দেশ, জাতি ও মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।
আতাউর রহমান পীর গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে নগরীর জেল রোডস্থ একটি অভিজাত হোটেলে রোটার‌্যক্ট ক্লাব অব সিলেট গ্রিন বার্ডসের ১৭তম অভিষেক অনুষ্ঠান ‘পিনাকল-২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রোটার‌্যক্ট মোহাম্মদ এরশাদ মিয়ার সভাপতিত্বে ও রোটার‌্যক্ট মোঃ তাইজুল ইসলাম রাজিব এর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবিদুর রহমান। বক্তব্য রাখেন জেলা রোটার‌্যক্টের সাবেক প্রতিনিধি কামরুজ্জামান চৌধুরী রুম্মান, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোঃ এনামুল হক চৌধুরী সোহেল, আলীবাবা ট্রাভেলস এন্ড ট্যুরিজম’র সিও ও পিনাকলের প্রধান উপদেষ্টা মোঃ ফারহান আহমেদ সুহেব, রোটার‌্যক্ট আজাদ সিপন , এক্স রোটার‌্যক্ট পিপি জাকারিয়া, জেলা রোটর‌্যাক্টের সাবেক প্রতিনিধি সাজ্জাদ হোসেন, রোটার‌্যক্ট পিপি কিবরিয়া সারওয়ার, রোটার‌্যক্ট পিপি মোঃ রাসেল মিয়া, রোটার‌্যক্ট অব চিটাগংরের অতীত সভাপতি শফিক রিফাত, রোটার‌্যক্ট পিপি আল আমিন, রোটার‌্যক্ট পবাক্ষর ভট্টাচার্য, রোটার‌্যক্ট পিপি লায়েক আহমেদ, রোটার‌্যক্ট পিপি শহিদুল, রোটার‌্যক্ট জাকির আহমেদ, রোটার‌্যক্ট জুয়েল আহমেদ, রোটার‌্যক্ট সলিল সরকার, রোটার‌্যক্ট রেজাউল করিম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন রোটার‌্যক্ট আল হাবিব মামুন ।
অনুষ্ঠানে অসহায় ব্যক্তিকে একটি হুইল চেয়ার প্রদান করেন অতিথি ও ক্লাব নেতৃবৃন্দ। পিনাকল-২০২৫ এর চেয়ারম্যান রোটার‌্যক্ট তাইজুল ইসলাম রাজিব অতিথি সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার মুলতবি ঘোষণা করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo