মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
ECRU-এর সিলেট বিভাগীয় ও জেলা কমিটি ঘোষণা মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ১৯-২২ সেপ্টেম্বর ত্রয়োদশ সম্মেলন উপলক্ষে সিপিবি সিলেট জেলার কর্মীসভা ১৫ বছর এদেশের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার কাছে নির্যাতিত-নিপীড়িত হয়েছে: কয়েস লোদী ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের র‌্যালী ও পথসভা যুবদলকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অপরিসীম: অ্যাড মোমিন ১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স নারীরা দেশের অর্থনীতির বড় হাতিয়ার: সাবেক মেয়র আরিফ মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন
সিলেটে প্রবাসীর দখলকৃত জায়গা উদ্ধার করে প্রশংসায় ভাসছে পুলিশ

সিলেটে প্রবাসীর দখলকৃত জায়গা উদ্ধার করে প্রশংসায় ভাসছে পুলিশ

https://newsmirror24.news/

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার মুল রাস্তার পাশে অবস্থিত ইংল্যান্ড প্রবাসী পাচঁ ভাইয়ের ৯৮ ডিসিমেল জায়গা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছিলেন ভূমিদস্যু আকরামুজ্জামান চৌধুরী নামের এক ব্যক্তি। মুলত জায়গা ভাড়া নিয়ে পরবর্তিতে নিজেকে মালিক দাবি করেন আকরামুজ্জামান। জোরপুর্বক তিনি গত পাচ বছর ধরে নানা টালবাহানায় ভুমির মুল মালিকদের বিতাড়িত করে সেখানে আরেক ব্যাক্তির কাছে নার্সারী হিসেবে ভাড়া প্রদান করেন। কোন ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই প্রবাসী ভুমি মালিকদের হয়রানির মাধ্যমে তিনি মুলত জায়গাটি দখল করে রেখেছিলেন তবে শেষ রক্ষা হয়নি।

সিলেট জেলা ও মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে নিজের দখল হওয়া জায়গা ফেরত পেয়েছেন জায়গার মালিক বিয়ানীবাজার নিবাসী আনোয়ার হোসেন গং। প্রবাসীদের বেদখল হওয়া এই ভুমি ফেরত পেতে মুখ্য ভুমিকা পালন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার রেজাউল করিম (পিপিএম)। মুলত তার উদ্যোগেই অবৈধ দখলদার থেকে মুক্ত করা হয় প্রায় ত্রিশ কোটি টাকা মুল্যের এই সম্পত্তি।

নিজের দোষ স্বীকার করে জোরপুর্বক দখলকারী আকরামুজ্জামান চৌধুরী ক্ষমা চাওয়ায় ও জায়গার কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মুল মালিকদের কাছে জায়গা ফেরত দেয় পুলিশ প্রশাসন। আজ আনুষ্ঠানিকভাবে শিবগঞ্জ উপশহর পয়েন্টে অবস্থিত জায়গায় ভুমির মুল মালিকদের কাছে এই দখলকৃত জমি ফেরত দেওয়া হয়।

এ সময় পুলিশ কমিশনার রেজাউল করিম (পিপিএম) উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপ কালে অবৈধ দখলবাজদের হুশিয়ারি দিয়ে বলেন” প্রবাসী অধ্যুষিত সিলেটে যে বা যারা অন্যের সম্পত্তি জোরপুর্বক দখল করে আছেন তাদের কাউকে ছাড় দেয়া হবেনা। যাদের নামে জায়গার মুল দলিল থাকবে শুধু মাত্র তারা ওই সম্পদের হকদার’’। তিনি আরো বলেন “যদি কারো জায়গা সম্পত্তি নিয়ে এরকম সমস্যা থাকে তাহলে যথাযথ কাগজ প্রদর্শন করলে পুলিশ সেগুলো উদ্ধারে জোর তৎপরতা চালাবে”।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), জায়গার মালিক আনোয়ার হোসেন, এনায়েত হোসেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিসুন নূর, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাবেক ভুমি কর্মকর্তা মোজাহারুল হক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

https://newsmirror24.news/

দখল হওয়া জায়গা ফেরত পেয়ে জায়গার মালিক বিয়ানীবাজার নিদমপুর নিবাসী ইংল্যান্ড প্রবাসী আনোয়ার হোসেন স্বস্তি নিয়ে জানান, গত পাচ বছর নানা জায়গা ঘুরেও তিনি কোথাও কারো সহযোগিতা পাননি।

তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের ভূয়সী প্রসংশা করে বলেন” প্রবাসীরা মনে করেন দেশে আইনের শাসন নেই, যা সম্পুর্নরুপে একটি ভুল ধারনা। পুলিশ যে জনগনের সবচেয়ে কাছের বন্ধু তা আজ আবারো প্রমানিত হলো। পুলিশ প্রশাসন এভাবে তৎপর থাকলে প্রবাসীরা দেশে নির্বিঘ্নে বিনিয়োগ করতে পারবেন, পাশাপাশি নিজেদের জায়গায় নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবেন।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo