মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
ECRU-এর সিলেট বিভাগীয় ও জেলা কমিটি ঘোষণা মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ১৯-২২ সেপ্টেম্বর ত্রয়োদশ সম্মেলন উপলক্ষে সিপিবি সিলেট জেলার কর্মীসভা ১৫ বছর এদেশের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার কাছে নির্যাতিত-নিপীড়িত হয়েছে: কয়েস লোদী ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের র‌্যালী ও পথসভা যুবদলকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অপরিসীম: অ্যাড মোমিন ১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স নারীরা দেশের অর্থনীতির বড় হাতিয়ার: সাবেক মেয়র আরিফ মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন
প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থায় দক্ষ টেকনোলজিস্টের গুরুত্ব অপরিসীম: ডা. এম. এ. বাহার

প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থায় দক্ষ টেকনোলজিস্টের গুরুত্ব অপরিসীম: ডা. এম. এ. বাহার

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল ফিজিশিয়ান ডা. এম. এ. বাহার বলেছেন, সেন্ট্রাল মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউটের সিলেট শাখার যাত্রা নিঃসন্দেহে সিলেটের স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আধুনিক চিকিৎসাব্যবস্থা শুধু চিকিৎসকদের উপর নির্ভরশীল নয়, দক্ষ স্বাস্থ্য প্রযুক্তিবিদ ও চিকিৎসা সহকারীদের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ইনস্টিটিউট সিলেট অঞ্চলে সেই চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে। রোগ নির্ণয় ও চিকিৎসা সহায়তার ক্ষেত্রে দক্ষ টেকনোলজিস্টদের ভূমিকা অপরিহার্য। এ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের আধুনিক স্বাস্থ্য প্রযুক্তির জ্ঞান ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে তুলবে। আমরা আশা করি, এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে সিলেটের সেন্ট্রাল মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট হলরুম প্রাঙ্গণে প্রতিষ্ঠানের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, ছিলেন সিলেট উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাওসার হোসেন রকি, আফসার আহমদ, জালাল উদ্দিন, আশরাফ আলী শাওন, সাকিব আল হাসান, আলী হোসেন, মার্জান আহমদ, মারুফ আহমদ, হাসান মোহাম্মদ কাজিম, তাহমিদ হাসান তালুকদার, গোলজার আহমদ, মহিয়া হাসান খান, মো: সামিন ইয়াসার অনিম সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠানের পরিচালক ইসমাইল হোসেন খান বলেন, আমাদের লক্ষ্য হলো আধুনিক ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তোলা। নতুন এই শাখায় সর্বাধুনিক ল্যাব, অভিজ্ঞ প্রশিক্ষক ও উন্নত কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শুভ উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সিলেটে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করলো। আশা করা হচ্ছে, সেন্ট্রাল মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউটের এই উদ্যোগ সিলেটের স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সকলের ধারণা। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo