শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ১৯-২২ সেপ্টেম্বর ত্রয়োদশ সম্মেলন উপলক্ষে সিপিবি সিলেট জেলার কর্মীসভা ১৫ বছর এদেশের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার কাছে নির্যাতিত-নিপীড়িত হয়েছে: কয়েস লোদী ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের র‌্যালী ও পথসভা যুবদলকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অপরিসীম: অ্যাড মোমিন ১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স নারীরা দেশের অর্থনীতির বড় হাতিয়ার: সাবেক মেয়র আরিফ মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে যুক্তরাজ্য প্রবাসী দম্পতির পেশেন্ট ট্রান্সফার ট্রলী প্রদান
সিলেটে ছাত্র আন্দোলনে যোগ দেওয়ায় হামলা : শামীম-জয়নালসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

সিলেটে ছাত্র আন্দোলনে যোগ দেওয়ায় হামলা : শামীম-জয়নালসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

https://newsmirror24.news/
মো. শামীম আহমদ ও মো. জয়নাল আবেদীন

নিউজ মিরর ডেস্ক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়ায় হামলার অভিযোগে মামলা দায়ের করেছেন মো. আলী হোসেন নামের এক ভোক্তভোগি। গত মঙ্গলবার কোম্পানীগঞ্জ থানায় মামলাটি দায়ের হয়। আলী হোসেন পাড়ুয়া মাঝপাড়া গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে।

মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ ও তার বড় ভাই জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে ধারালো ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। মামলায় শামীমকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাড়ুয়া গ্রামের আলী হোসেনের পুত্র উজ্জ্বল আহমদ, হারুনুর রশীদের পুত্র রুবেল চৌধুরী ও গেদা মিয়ার পুত্র ইব্রাহিম আলী অংশ নেয়। এজন্য আসামিপক্ষ তাদের প্রতি ক্ষিপ্ত হন। এর জের ধরে গত ৭ ডিসেম্বর বিকেল পৌনে ৩টায় বাদীর বাড়ির সামনের পাকা রাস্তায় উজ্জ্বলের ওপর হামলা হয়। হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও ধারালো দেশীয় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে।

হামলাকারীদের একজন উজ্জ্বলকে ছুলফি দিয়ে বুকে আঘাত করে। সে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে তার পরিবারের লোকজন ছুটে আসলে তারাও হামলার শিকার হয়। তাঁদের কুপিয়ে, পিটিয়ে ও বন্দুকের গুলিতে আহত করা হয়। এসময় উজ্জ্বল ছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সদস্য রুবেল চৌধুরী ও ইব্রাহিম আলী, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছু মিয়া চৌধুরী, পাড়ুয়া গ্রামের মুছা মিয়া, নেছার আহমদ, আব্দুল কাদির, রোকছান আহমদ, আলী আকবর, হারুনুর রশীদ চৌধুরী ও শাহিন আহমদ চৌধুরী আহত হয়।

এ বিষয়ে মামলার প্রধান আসামি শামীম আহমদ বলেন, ঘটনাটি নিষ্পত্তির জন্য সালিশ গঠন করা হয়েছে। কিন্তু এর মধ্যেই রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে তারা (বাদীপক্ষ) মামলাটি করেছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, বাদীর এজাহারের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo