বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
জাফলংয়ে বালু-পাথর লুট : অদৃশ্য কারণে আলোর মুখ দেখেনি কোনো মামলা! সিলেটবাসীর স্বার্থে সেটেলমেন্ট প্রেস স্থানান্তরের সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান সিলেটের নতুন ডিসি সারওয়ার আলমকে বিমানবন্দরে অভ্যর্থনা বিএনপির ৩১ দফা জনগণের স্বপ্নপূরণ ও অধিকার প্রতিষ্ঠার রূপরেখা : অ্যাড. মোমিন জরুরী সংবাদ সম্মেলনে যা বললেন বিএনপি নেতা কয়েস লোদী ও ইমদাদ ফারুক আহমদ তাঁর কর্মে মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন সাদাপাথর কান্ড : ফেঁসে গেলেন সেই ভাইরাল মোকাররিম সিলেটের পাথর লুটেরাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে প্রশাসন সাদাপাথর কান্ড : চুরির সঙ্গে জড়িত সিলেটের রাজনৈতিক ৪২ নেতা ধেয়ে আসছে অতিভারি বৃষ্টিবলয় ‘স্পিড’
বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাসের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাসের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বীরমুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাস আর নেই। বুধবার সকাল ৯.৫৯ মিনিটে নগরের মাউন্ট এডোরা হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর এ যোদ্ধা সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর গ্রামের বাসিন্দা।

বুধবার দুপুর ২ টায় সিলেট নগরীর চালিবন্দর মহাশ্মশানে রাষ্ট্রীয় সম্মানের মাধ্যমে তাঁর শেষকৃত্য সম্মন্ন হয়। সিলেট জেলা প্রশাসকের পক্ষে সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির জাতীয় পতাকায় মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাসের মরদেহ ঢেকে দেন এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হকের নেতৃত্বে পুলিশ বাহিনী রাষ্ট্রীয় সম্মান প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুস শহীদ, বীরমুক্তিযোদ্ধা নিরেন্দ্র চন্দ্র দাস, বীরমুক্তিযোদ্ধা জনি দাস, বীর মুক্তিযোদ্ধা সুভাস চন্দ্র দাসসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও আত্মীয়-স্বজনসহ শহরের গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পেশায় শিক্ষক সুধীর চন্দ্র দাস ১৯৭১ সালের মহান মুক্তযেুদ্ধে ৫ নম্বর সেক্টরের বড়ছড়া সাব সেক্টরের কোম্পানি কমান্ডার ছিলেন। বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাস ভাটিবাংলায় অনেক অপারেশনের সফল নেতৃত্ব দেন। জীবনের নানান বন্ধুর পথ পেরিয়ে শিক্ষকতার মহান পেশায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন ২০০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। তার একমাত্র সন্তান সুদীপ দাস অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। তিনি সাইবার ক্রাইম বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে তিনি ছুটি নিয়ে আমেরিকায় অবস্থান করছিলেন। বাবার অসুস্থতার খবর পেয়ে তিনি গত মঙ্গলবার রাতে বাংলাদেশে আসেন।

এদিকে বীরমুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর নিজ এলাকা সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর গ্রামে। দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার পাশাপাশি শিক্ষকতা ও মানবসেবা করে তিনি ছিলেন সকলের অত্যন্ত প্রিয় ও সম্মানিত ব্যক্তিত্ব।-সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo