বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
ECRU-এর সিলেট বিভাগীয় ও জেলা কমিটি ঘোষণা মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ১৯-২২ সেপ্টেম্বর ত্রয়োদশ সম্মেলন উপলক্ষে সিপিবি সিলেট জেলার কর্মীসভা ১৫ বছর এদেশের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার কাছে নির্যাতিত-নিপীড়িত হয়েছে: কয়েস লোদী ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের র‌্যালী ও পথসভা যুবদলকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অপরিসীম: অ্যাড মোমিন ১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স নারীরা দেশের অর্থনীতির বড় হাতিয়ার: সাবেক মেয়র আরিফ মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন
জেনারেল আতাউল গণি ওসমানী শুধু সিলেট নয়, বাংলাদেশের সম্পদ: অধ্যক্ষ মো.ফয়জুল হক

জেনারেল আতাউল গণি ওসমানী শুধু সিলেট নয়, বাংলাদেশের সম্পদ: অধ্যক্ষ মো.ফয়জুল হক

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো.ফয়জুল হক বলেছেন, জেনারেল আতাউল গণি ওসমানী শুধু সিলেট নয়, বাংলাদেশের সম্পদ। তাঁর নিজের সন্তান না থাকলেও আমি বিশ্বাস করি আপামর বাংলার জনতা সবাই তার সন্তানতূল্য। আমি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বীর যোদ্ধা আতাউল গণি ওসমানীসহ সকল বীর যোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা সঠিক নেতৃত্বকে সাধুবাদ জানাচ্ছি। তাঁর মতো মহান ব্যক্তিদের ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি আরো স্মরণ করছি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বীর শহিদদের। সিলেটের সূর্য সন্তানকে আমরা আমাদের জীবনের সকল অন্যায়ের প্রতিবাদের স্মারক হিসেবে গ্রহণ করতে পারি। আমি বিশ্বাস করি আমরা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে একটি মর্যাদাবান জাতিতে পরিণত হতে পারবো, একাত্তরের বিজয়কে অর্থবহ করে তুলতে পারবো। বাংলাদেশের এই স্বাধীনতা সংগ্রামে একসাগর রক্তের প্রয়োজন হয়েছে, সেই রক্তশোধ করতে হলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে।
তিনি বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্কলার্সহোম মেজরটিলা কলেজ আয়োজিত জেনারেল এম এ জি ওসমানী’র ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ। এতে পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মুহাম্মদ রাফি ও পবিত্র গীতা থেকে পাঠ করেন অভি রায়।
অনুষ্ঠানটির শুরুতেই একটি প্রামাণ্যচিত্র উস্থাপন করেন, আইসিটি বিভাগের প্রভাষক জনাব খাইরুল আলম উত্তম এবং শিক্ষকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভেগের বিভাগীয় প্রধান জনাব প্রভাষক মীর হোসাইন সরকার ও প্রভাষক সাগর আহমেদ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করে প্রিমত মজুমদার প্রাজ্ঞ ও অনন্যা সূত্রধর অহনা। ইসলাম শিক্ষা বিভাগের প্রধান প্রভাষক মাওলানা ওসমান গণি পরিবেশিত বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।-সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo