বুধবার, ৩০ Jul ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট ছাত্রদলের বিবৃতি : ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নন! ছাত্রদল নেতা ইশতিয়াক রাজুর জামিন নামোঞ্জুর সিলেটে বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে স্মৃতিচারণ কোম্পানীগঞ্জে পাথর লুটের অভিযোগে দুলা মেম্বার বরখাস্ত রাজা জিসি হাই স্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন শান্তিগঞ্জ সমিতি শুধু সংগঠনই নয় এটি অবহেলিত, ঝড়েপড়া মানুষের ভবিষ্যৎ : খন্দকার মুক্তাদির তীব্র গরমে অসহনীয় বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে: গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারেক রহমানের প্রতি প্রবাসীর খোলা চিঠি সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র মিলাদ ও দোয়া মাহফিল সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে শোক দিবস পালিত
বালুচরে প্রবাসীর জমি দখলের অভিযোগ : নেপথ্যে জাতীয়তাবাদী ব্যবসায়ী দল নেতা আব্দুস সালাম

বালুচরে প্রবাসীর জমি দখলের অভিযোগ : নেপথ্যে জাতীয়তাবাদী ব্যবসায়ী দল নেতা আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর উত্তর বালুচরে একজন প্রবাসীর জমি দখল করে দোকান কোঠা নির্মানের অভিযোগ উঠেছে। ৩৬নং ওয়ার্ডের জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম মিয়া ওই প্রবাসীর জমিতে অস্থায়ী দোকান কোঠা নির্মাণ করেছেন। ওই জমির প্রকৃত মালিক যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নাজির আহমদ। তিনি প্রায় ৩৫ বছর আগে ১৯৯০ সালে সাড়ে ৭ ডিসিমেলের এই প্লটটি ক্রয় করেন। জমির দলিল, নামজারির ফরছা ও খাজনার রশীদ সব কিছুই নাজির আহমদের নামে। নিজে মাটি ভরাট করান, সীমানা দেন এবং নিজের স্বত্ত্বাধীকারী সাইনবোর্ডও লাগান।

গত সোমবার উত্তর বালুচরের ৩৬নং ওয়ার্ডের জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম মিয়া তার দলবল নিয়ে যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নাজির আহমদের স্বত্ত্বাধীকারী সাইনবোর্ড সরিয়ে জমি দখল করে এবং সেখানে অস্থায়ী দোকান কোঠা নির্মাণ করে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ৩৬নং ওয়ার্ডের জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম মিয়া প্রবাসীর জমিসহ বিভিন্ন লোকের জমি দখল করেছে। এটা তার ব্যবসা। আওয়ামী লীগের আমলেও সে আওয়ামী লীগের লোক হিসেবে কাজ করতো। অপারেশণ ডেবিল হান্টের সময়েও সে এসব করছে। জনমনে প্রশ্ন কেন থাকে গ্রেফতার করা হচ্ছে না?

বিষয়টি জানতে ৩৬নং ওয়ার্ডের জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম মিয়ার মুঠোফোনে কল করলে তার মুঠোফোন বন্ধ দেখায়।

যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নাজির আহমদ জানান, বিগত ৩৫ বছর ধরে এই জমি আমার সম্পূর্ণ ভোগদখলে। নিজে মাটি ভরাট করেছি, ওয়াল দিয়েছি। আমার সত্ত্বাধীকারী সাইনবোর্ডও দীর্ঘদিন ছিল। প্রতিবার দেশে গেলে আমার প্লটটি দেখে আসি। স্থানীয় সবাই জানেন এই প্লটটির মালিক ও সত্ত্বাধিকারী আমি। হঠাৎ কাল (সোমবার) খবর পেলাম স্থানীয় আসলাম নামের এক লোক দখলের অপচেষ্টায় আমার সত্ত্বাধীকারী সাইনবোর্ড সরিয়ে অবৈধভাবে ও অন‍্যায়ভাবে আমরা জায়গায় স্থাপনা নির্মাণ করছে। শুনে আশ্চর্যান্বিত ও হতবাক হলাম। ডেভিল হান্ট চলাকালে জায়গা দখল করে কিভাবে? এটা নি:সন্দেহে ফৌজদারি অপরাধ। আমি যৌথবাহিনী ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আসলাম ও তার সাঙ্গপাঙ্গদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার যাতে প্রবাসীদের কোন সম্পত্তিতে লোলুপ দৃষ্টি না ফেলতে পারে। ইতিমধ্যে বিষয়টি ইমেইলে অবগত করেছি সিলেটের সম্মানিত মেট্রোপলিটন পুলিশ কমিশনার, এডিশনাল পুলিশ কমিশনার (ক্রাইম) ও ডিসি (ডিবি)’র সম্মানিত অফিসারদেরকে অবগত করেছি।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo