বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেটে শহীদ ওয়াসিম ব্রিগেডের বর্ণাঢ্য র‍্যালি সিলেটের ‘ডেভিল’ মকসুদ : অসংখ্য মামলা থাকলেও ধরছে না পুলিশ! কোম্পানীগঞ্জে বিএনপি নেতাদের অবৈধ গরুর হাট, জানে না প্রশাসন! দলের সকল রাজনৈতিক কর্মকাণ্ডে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে: তারেক সিলেট ছাত্রদলের বিবৃতি : ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নন! ছাত্রদল নেতা ইশতিয়াক রাজুর জামিন নামোঞ্জুর সিলেটে বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে স্মৃতিচারণ কোম্পানীগঞ্জে পাথর লুটের অভিযোগে দুলা মেম্বার বরখাস্ত রাজা জিসি হাই স্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন শান্তিগঞ্জ সমিতি শুধু সংগঠনই নয় এটি অবহেলিত, ঝড়েপড়া মানুষের ভবিষ্যৎ : খন্দকার মুক্তাদির
এমসি কলেজে তালামীয কর্মীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

এমসি কলেজে তালামীয কর্মীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

নিউজ মিরর ডেস্ক
ফেসবুকে কমেন্ট করার জেরে সিলেটের মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) ছাত্রাবাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীর ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত বিচারের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আহত মিজানুর রহমান রিয়াদ এমসি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কলেজ শাখার তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী।

বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগরীতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা ন্যাক্কারজনক এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান।

সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ এর সভাপতিত্বে এবং সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান ও সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ রেদওয়ান হোসেন এর যৌথ সঞ্চালনায় মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বেলাল আহমদ, কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করিম মহসিন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সুপ্রিম কোর্ট বাংলাদেশের প্রবীণ আইনজীবি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আতিকুর রহমান সাকের, সাবেক কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক হাফিয তৌরিছ আলী, সিলেট মহানগর আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা জিয়াউল ইসলাম মুহিত, সংগঠনের কেন্দ্রীয় সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক উবায়দুর রহমান শাহান, মো. ছাদেকুর রহমান, সহ-স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক শোয়াইব আহমদ, সদস্য সাইফুল্লাহ বিন নামর, রেজাউল করিম, হাবিবুর রহমান, সাবেক কেন্দ্রীয় সদস্য ইসলাম উদ্দিন চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসেন।

আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা ইয়াসিন, সিলেট মহানগরীর সহ-সভাপতি মো. মাহমুদুল হাসান, সাবেক সহ-সভাপতি আতিকুল ইসলাম রেদওয়ান, সিলেট পশ্চিম জেলা সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, সিলেট পূর্ব জেলা সহ-সভাপতি লবিবুর রহমান লাভলু, ফয়জুল ইসলাম, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ইমরান আহমদ সুফি, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক আব্দুল হক, সিলেট পূর্ব জেলা সহ-সাধারণ সম্পাদক জায়দুর রহমান, শিহাবুল ইসলাম, সিলেট এমসি কলেজ সভাপতি আলবাব হোসাইন, মদন মোহন কলেজ সভাপতি আব্দুল মুনিম প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo