বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেটে শহীদ ওয়াসিম ব্রিগেডের বর্ণাঢ্য র‍্যালি সিলেটের ‘ডেভিল’ মকসুদ : অসংখ্য মামলা থাকলেও ধরছে না পুলিশ! কোম্পানীগঞ্জে বিএনপি নেতাদের অবৈধ গরুর হাট, জানে না প্রশাসন! দলের সকল রাজনৈতিক কর্মকাণ্ডে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে: তারেক সিলেট ছাত্রদলের বিবৃতি : ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নন! ছাত্রদল নেতা ইশতিয়াক রাজুর জামিন নামোঞ্জুর সিলেটে বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে স্মৃতিচারণ কোম্পানীগঞ্জে পাথর লুটের অভিযোগে দুলা মেম্বার বরখাস্ত রাজা জিসি হাই স্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন শান্তিগঞ্জ সমিতি শুধু সংগঠনই নয় এটি অবহেলিত, ঝড়েপড়া মানুষের ভবিষ্যৎ : খন্দকার মুক্তাদির
শিশু কিশোরদের মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : ফয়সল চৌধুরী

শিশু কিশোরদের মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : ফয়সল চৌধুরী

বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘শিশু কিশোরদের মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। উন্নত ও মার্জিত জীবনযাপনে শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শরীর ও মনের সুস্থতা ও আনন্দের জন্য খেলাধুলাও প্রয়োজনীয়। ক্রীড়া চর্চার মাধ্যমে শুধু শরীরই ভালো থাকে না, মনও প্রফুল্ল থাকে। আমাদেরকে তাই সুস্থ ক্রীড়া চর্চার দিকে মনোযোগ দিতে হবে। কারণ, সুস্থ ক্রীড়া চর্চা হচ্ছে সুস্থ বিনোদন। সুস্থ ক্রীড়া চর্চাই আমাদের যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে পারে।’

সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান ও সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শেখ জামাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জিয়াউল বারী চৌধুরী, বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী, আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, গোলাপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মোল্লা প্রমুখ।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, আলীনগর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।-প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo