বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সাদাপাথর হরিলুট : প্রাথমিক তালিকায় রাজনৈতিক নেতাসহ জড়িত ১০৩ জন কোম্পানীগঞ্জের পাথরসহ গ্রেফতার হওয়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে – এড. মোমিন ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ: এড. মোমিন জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা হাবিবুর রহমান ফরেইন এডমিশন এন্ড কেরিয়ার ডেভোলপমেন্ট ও কনসালটেন্টস এসোসিয়েশন সিলেট জোনের সংবর্ধনা সিলেট ল’ কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটিকে যুবদলের শুভেচ্ছা ও অভিনন্দন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান দলীয় পদ হারানোর পর এবার গ্রেফতার হচ্ছেন সাহাব উদ্দিন
ভাষা শহীদদের প্রতি সিলেট জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

ভাষা শহীদদের প্রতি সিলেট জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপি ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেছে। সকাল ৯টায় সিলেট শহীদ মিনারে এসে জেলা বিএনপির নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্যরা, উপদেষ্টা বৃন্দসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এক সংক্ষিপ্ত সমাবেশে বলেন, “ভাষা শহীদদের আত্মত্যাগই আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের ভিত্তি রচনা করে। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল বাঙালির জাতীয়তাবাদের প্রথম পাঠ, যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের পথ সুগম করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদের মূল ভিত্তি ভাষা আন্দোলনের চেতনায় নিহিত। বাংলাদেশী জাতীয়তাবাদ শুধু একটি রাজনৈতিক আদর্শ ছিল না, বরং এটি দেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ছিল।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার পরও ভাষা ও সংস্কৃতির ওপর আধিপত্যবাদী শক্তির আগ্রাসন অব্যাহত রয়েছে। সুতরাং, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একুশের চেতনা আমাদের ন্যায়বিচার ও মানবিক সাম্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, “বিশ্বব্যাপী মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাংলাদেশের ভূমিকার কথা তুলে ধরে ভাষা আন্দোলনকে জাতীয় ঐক্য ও জাতীয়তাবাদের প্রতীক হিসেবে উল্লেখ করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে কটাক্ষ করলে তা দেশের জনগণ মেনে নেবে না, যেমন ২০২৪ সালের আন্দোলনকেও কেউ কটাক্ষ করলে গ্রহণযোগ্য হবে না। তিনি ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।”

পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, মামুনুর রশীদ মামুন (চাকসু)।উপদেষ্টা সুরমান আলী, মামুন রশিদ, এড. কামাল হোসেন যুগ্ম সম্পাদক কোহিনূর আহমেদ, এড. মোমিনুল ইসলাম মোমিন, সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ ও এড. আসলাম মুমিন, তাসনিম শারমিন তামান্না, সাহিদুল হক সুহেল, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, হেলাল উদ্দিন আহমদ, নুরুল আমিন দুলু, আব্দুল মুমিন ছইল, সুলতানা রহমান দিনা, জাহেদ আহমদ, আব্দুস সামাদ তুহেল, আজমল আলী, সাদেক আহমদ, ময়নুল ইসলাম, নুরুল ইসলাম, আলী আকবর রাজন, সামসুল ইসলাম ফয়সাল, ময়নুল ইসলাম অপু চৌধুরী, রাসেল আহমদ, রাজু আহমদ, ফয়সাল আহমদ, অপু সুলতান, জামাল আহমেদ জুমন, ফখরুল ইসলাম, জাভেদ আহমদ, এম রহমান নোমান, আহমেদ রাজা, আব্দুস সামাদ লয়লু, নাছিম আহমদ, শাহ অলীদ, রাসেল আহমদ, জুবায়ের আহমদ শিমুল, রেকল আহমদ, লায়েছ আহমেদ, নাঈম আহমদ, ইমরান হোসেন, সুহেল আহমদ, রাজু আহমেদ, রিফাত আহমেদ, জমির আহমেদ, মিজানুর রহমান, রাভেল আহমেদ, আব্দুল রহিম নাদিল সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এছাড়া, উপজেলা ও পৌর পর্যায়ে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এর মধ্যে রয়েছে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার আয়োজন।-প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo