বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেটের পাথর লুটেরাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে প্রশাসন সাদাপাথর কান্ড : চুরির সঙ্গে জড়িত সিলেটের রাজনৈতিক ৪২ নেতা ধেয়ে আসছে অতিভারি বৃষ্টিবলয় ‘স্পিড’ সাদাপাথর হরিলুট : প্রাথমিক তালিকায় রাজনৈতিক নেতাসহ জড়িত ১০৩ জন কোম্পানীগঞ্জের পাথরসহ গ্রেফতার হওয়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে – এড. মোমিন ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ: এড. মোমিন জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা হাবিবুর রহমান ফরেইন এডমিশন এন্ড কেরিয়ার ডেভোলপমেন্ট ও কনসালটেন্টস এসোসিয়েশন সিলেট জোনের সংবর্ধনা সিলেট ল’ কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটিকে যুবদলের শুভেচ্ছা ও অভিনন্দন
দীর্ঘ এক যুগ পর সিলেটে বসলো সারাদেশের রোটারিয়ানদের মিলন মেলা

দীর্ঘ এক যুগ পর সিলেটে বসলো সারাদেশের রোটারিয়ানদের মিলন মেলা

রোটারি, বন্ধুত্ব এবং মানব সেবার ব্রত নিয়ে, সারা পৃথিবীতে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সিলেটে হয়ে গেল একযুগের পরে সারা বাংলাদেশের রোটারি মিলন মেলা। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট নগরীর আমানত উল্লাহ কনভেনশন হলে রাজধানী ঢাকার বাইরে এই প্রথম অনুষ্ঠিত হলো অ্যানুয়াল কনফারেন্স। দেশের প্রায় দুই সহস্রাধিক বিভিন্ন পেশার লোকজন জড়ো হয়েছিলেন এ কনফারেন্সে।
অনুষ্ঠানে উপস্থিত রোটারিয়ানরা পৃথিবীকে নতুন রূপে সাজানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন বাংলাদেশের মতো বিশ্বের অন্যান্য দেশ পোলিও মুক্ত করা হবে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মানব সেবাকে পথের পাথেয় হিসেবে বেছে নিয়েছেন রোটারিয়ানরা। তাই প্রতি বৎসর লক্ষ লক্ষ ডলার ব্যয় করছে রোটারি ইন্টারন্যাশনাল ।
বার্ষিক কনফারেন্স অনুষ্ঠানের চেয়ারম্যান ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, রোটারিয়ান জাকির আহমদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন রোটারি ইন্টারন্যাশনা প্রেসিডেন্ট এর রিপ্রেসেন্টেটিভ পিডিজি আশিষ ঘোষ ও কান্ট্রি কো-অর্ডিনেটর ড. ইশতিয়াক এ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কো-অর্ডিনেটর পিডিজি এম আতাউর রহমান পীর ও পিডিজি এ কে এম শামসুল হুদা। দুই ডিস্ট্রিক্টের এডমিন কামরুজ্জামান চৌধুরী রুম্মান ও মোঃ মাহমুদুল হাসান তুহিন। এছাড়া উপস্থিত ছিলেন পিডিজি আব্দুল আহাদ, পিডিজি শাম শওকত, পিডিজি শহীদ আহমদ চৌধুরী, পিপি তৃপ্তিশ চন্দ্র ঘোষ, পিপি ফরিদ আলম নিউটন, পিপি আহমদ হোসেন, পিপি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, পিপি এইচএম ফয়সল আহমদ, মো. সিদ্দিকুর রহমান, মো. মাহবুবুল হক চৌধুরী, কবির উদ্দিন, ফাহিম আহমেদ চৌধুরী, রেহান উদ্দিন রায়হান, জামাল উদ্দিন, আব্দুল মুকিত, মিজানুর রহমান, সিপন আহমদ, গ্লোবাল টিভির চেয়ারম্যান রোটারিয়ান লুবনা আফরোজ, এডিটর বিকাস কান্তি দাসসহ প্রমুখ। সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে রোটারিয়ানদের উপস্থিতিতে তিল ধারণের স্থান ছিল না।
অনুষ্ঠানের শেষে দরিদ্রদের জন্য কাজ করায় বিভিন্ন অ্যাওয়ার্ডে ২০০ জন রোটারিয়ানকে সম্মানিত করা হয়। এছাড়া পুরষ্কারের মধ্যে অন্যতম ছিল ঢাকা-ব্যাংকক-ঢাকা কাপল বিমান টিকেটসহ, সহস্রাধিক দামি দামি গিফট। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রোগ্রাম চেয়ারম্যান জাকির আহমদ চৌধুরী কান্ট্রি কো-অর্ডিনেটর ইশতিয়াক এ জামানের অনুমতি ক্রমে অ্যানুয়াল কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।-সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo