বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সাদাপাথর হরিলুট : প্রাথমিক তালিকায় রাজনৈতিক নেতাসহ জড়িত ১০৩ জন কোম্পানীগঞ্জের পাথরসহ গ্রেফতার হওয়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে – এড. মোমিন ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ: এড. মোমিন জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা হাবিবুর রহমান ফরেইন এডমিশন এন্ড কেরিয়ার ডেভোলপমেন্ট ও কনসালটেন্টস এসোসিয়েশন সিলেট জোনের সংবর্ধনা সিলেট ল’ কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটিকে যুবদলের শুভেচ্ছা ও অভিনন্দন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান দলীয় পদ হারানোর পর এবার গ্রেফতার হচ্ছেন সাহাব উদ্দিন
ওসমানীনগরে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ওসমানীনগরে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সিলেটের ওসমানীনগরে ‘বালাগঞ্জ বার্তা’ ও ‘নিরাপদ এনজিও’ এর উদ্যাগে ১০ম সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সকালে গোয়ালাবাজার লার্নিংপয়েন্ট হলরুমে আয়োজিত  দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন ওসমানীনগর উপজেলা  বিএনপির সভাপতি এস.টি.এম ফখর উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান, পিপিএম, সেবা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  সিনিয়র সাংবাদিক  বদরুল আলম চৌধুরী,   ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি শরিফ আহমদ চৌধুরী, সাংবাদিক সাইফুর এম রেফুল, মানবাধিকার সংস্থার সভাপতি আরজু মিয়া প্রমুখ। সভায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কাজি খলিলুর রহমান।

প্রশিক্ষণ কর্মশালায় ৪৮ জন তরুণ-তরুণী অংশগ্রহন করেন। প্রশিক্ষনে সাংবাদিকতা, সংবাদপত্র ও তার ইতিহাস, সংবাদ লেখার কৌশল, সাংবাদিকতার সমস্যা, শব্দের বানান ও ব্যবহার, সাংবাদিকতায় তথ্য প্রযুক্তি, ভিডিও ধারণ, ছবি তোলা, ফিচার, সাংবাদিকতার নীতিমালা ও আইন ইত্যাদি বিষয়ে সেশন পরিচালনা করা হয়।  

বিকেলে সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর  উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন। সাপ্তাহিক  বালাগঞ্জ  বার্তা সম্পাদক ও প্রকাশক শাহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে এবং সাংবাদিক শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাকিবুল ইসলাম ও লিবা বেগম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে সাংবাদিকদের সব বিষয়ে  জ্ঞান থাকা দরকার। সাংবাদিকদের মান উন্নয়নে প্রশিক্ষনের বিকল্প নেই। অংশগ্রহনকারীরা এ কর্মশালায় অনেক কিছু শিখেছেন। এ জ্ঞানকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। এধরনের কর্মশালা সত্যিই প্রশংসার  দাবি রাখে।

উল্লেখ্য যে এ পর্যন্ত ১০টি প্রশিক্ষণে প্রায় ২ শতাধিক প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে দেশ-বিদেশে সাংবাদিকতায় কর্মরত আছেন। আয়োজক সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন আগামীতে অন্যান্য উপজেলায় এ ধরনের কর্মশালা করার আশাবাদ ব্যক্ত করেন।-সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo