বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সাদাপাথর হরিলুট : প্রাথমিক তালিকায় রাজনৈতিক নেতাসহ জড়িত ১০৩ জন কোম্পানীগঞ্জের পাথরসহ গ্রেফতার হওয়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে – এড. মোমিন ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ: এড. মোমিন জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা হাবিবুর রহমান ফরেইন এডমিশন এন্ড কেরিয়ার ডেভোলপমেন্ট ও কনসালটেন্টস এসোসিয়েশন সিলেট জোনের সংবর্ধনা সিলেট ল’ কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটিকে যুবদলের শুভেচ্ছা ও অভিনন্দন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান দলীয় পদ হারানোর পর এবার গ্রেফতার হচ্ছেন সাহাব উদ্দিন
ওসমানী মেডিকেলের আউটডোরে তালা দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা

ওসমানী মেডিকেলের আউটডোরে তালা দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা

নিউজ মিরর ডেস্ক
এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভের পাশাপাশি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে তালা দিয়েছে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা।

সোমবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে হাসপাতালের আউটডোরে তালা দেন তারা। এ সময় ভোগান্তিতে পড়তে হয় হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের।

ইন্টার্ন চিকিৎসকরা বলেন, ডাক্তার পদবি শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখতে হবে। দেশে প্রচলিত আইন অনুযায়ী এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ চিকিৎসক পরিচয় দিতে পারবে না। দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং বিসিএসের চাকরিতে প্রবেশ বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত বাড়ানোর দাবি জানান তারা। মানহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে। বিএমডিসি অ্যাক্ট-২০১০-কে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছে, যার রায় আগামী ১২ মার্চ হওয়ার কথা তা যাতে বিলম্ব না করা হয়।

ইন্টার্ন চিকিৎসকরা আরোও বলেন, বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত হাসপাতালের আউটডোরে তালা দেওয়া থাকবে। এসময় আউটডোরের সকল সেবা বন্ধ থাকবে।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে দুপুরে বিক্ষোভে অংশ নেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মিড লেভেলের চিকিৎসকরা।পূর্বঘোষিত ৫ দফা দাবিতে সকাল থেকেই শুধুমাত্র জরুরী বিভাগ ছাড়া সকল ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ করে দেয়া হয়।

রোগী ও রোগীর স্বজনরা বলছেন-তাদের দাবি দাওয়া জন্য আমাদের এভাবে ভোগান্তিতে ফেলা ঠিক হচ্ছে না। দুরদুরান্ত চিকিৎসা নিতে এসে চিকিৎসা না নিয়ে ফিরে যেতে হচ্ছে। এমন কর্মসূচিতে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়। চিকিৎসকদের আন্দোলন যৌক্তিক হলে তা দ্রুত বাস্তবায়ন করার জন্য।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আদনান মাহমুদ তানিম বলেন, জরুরী বিভাগ, আইসিইউ যেগুলোতে রোগীদের সব সময় নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয় তাদের চিকিৎসা কিন্তু আমরা বন্ধ করিনি। আমরা চিকিৎসক, আমাদের সেই মানবতা আছে তাদের সেবা দিয়ে যাচ্ছি। আমরা শুধু হাসপাতালের বর্হিবিভাগ বন্ধ করেছি। আমাদের দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচী দেয়া হবে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বৈষম্য বিরোধী মিডলেভেল ডর্ক্টস্ এসোসিয়েশনের আহবায়ক ডা. মুহাম্মদ জামিল আহমেদ বলেন, এই দাবির সাথে আমাদের সমর্থন আছে। আশা করবো সরকার এই বিষয়টির সুন্দর সমাধান দেবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo