বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সাদাপাথর হরিলুট : প্রাথমিক তালিকায় রাজনৈতিক নেতাসহ জড়িত ১০৩ জন কোম্পানীগঞ্জের পাথরসহ গ্রেফতার হওয়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে – এড. মোমিন ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ: এড. মোমিন জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা হাবিবুর রহমান ফরেইন এডমিশন এন্ড কেরিয়ার ডেভোলপমেন্ট ও কনসালটেন্টস এসোসিয়েশন সিলেট জোনের সংবর্ধনা সিলেট ল’ কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটিকে যুবদলের শুভেচ্ছা ও অভিনন্দন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান দলীয় পদ হারানোর পর এবার গ্রেফতার হচ্ছেন সাহাব উদ্দিন
ঐতিহ্যবাহী জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির বর্ণিল নবীনবরণ ও ইফতার মাহফিল

ঐতিহ্যবাহী জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির বর্ণিল নবীনবরণ ও ইফতার মাহফিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী, সুপ্রসিদ্ধ ও সর্ববৃহৎ আঞ্চলিক ছাত্রসংগঠন “জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়” এর উদ্যোগে এক বর্ণিল নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে সিলেট বিভাগীয় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আয়োজনটি সম্পন্ন হয়।
জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আহমাদ রায়হান ফারহীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: মোফাজ্জল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো: শাহিনুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের স্বনামধন্য চেয়ারম্যান জনাব জালাল আহমেদ। কোষাধ্যক্ষ রুবেল আহমদ রাহীর স্বাগত বক্তব্যে সূচিত এই নবীনবরণ ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের শ্রদ্ধেয় বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের মান্যবর সদস্য (গ্রেড-২) জনাব ড. মো: জিয়াউল ইসলাম মুন্না, জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সাবেক সাধারণ সম্পাদকদ্বয় যথাক্রমে জনাব নাসির উদ্দিন আহমেদ মিঠু ও জনাব এড. জসিম উদ্দিন আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ড. তপন কুমার পালিত, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেপুটি কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শ্রদ্ধাভাজন প্রভাষক মো: হারুন মিয়া সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়ে নবাগত শিক্ষার্থীদের টি-শার্ট, ক্রেস্ট, কাস্টমাইজড কলম ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অতিথিরা নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তৃতা প্রদানের পাশাপাশি সিলেট বিভাগের সমৃদ্ধ ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সবার অংশগ্রহণ এক মিলনমেলায় রূপ নেয় এবং ইফতারের মাধ্যমে সৌহার্দ-সম্প্রীতির দৃশ্য ফুটে ওঠে।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo