শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ১৯-২২ সেপ্টেম্বর ত্রয়োদশ সম্মেলন উপলক্ষে সিপিবি সিলেট জেলার কর্মীসভা ১৫ বছর এদেশের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার কাছে নির্যাতিত-নিপীড়িত হয়েছে: কয়েস লোদী ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের র‌্যালী ও পথসভা যুবদলকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অপরিসীম: অ্যাড মোমিন ১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স নারীরা দেশের অর্থনীতির বড় হাতিয়ার: সাবেক মেয়র আরিফ মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে যুক্তরাজ্য প্রবাসী দম্পতির পেশেন্ট ট্রান্সফার ট্রলী প্রদান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধীদের মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত পরিবেশনা

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধীদের মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত পরিবেশনা

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে গত বুধবার দুপুরে এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর উপদেষ্টা জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক। বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক এবং গল্পাকার ও সাংবাদিক সেলিম আউয়াল, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি সিলেট শাখার মহাসচিব ডা. মো. হারুনুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।

মো. ফয়সল আহমদের পরিচালনায় ইসলামী সঙ্গীত অনষ্ঠানে সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবীসহ বিভিন্ন শেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের সংগীত শোনে অভিভূত হন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বলেন, সুস্থ্য সবল মানুষের মতো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা রয়েছে। পর্যাপ্ত পরিচর্চা ও সুযোগ পেলে তারাও বিভিন্ন প্লাটফর্মে তাদের দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রাখবে। তিনি বলেন, প্রতিবন্ধীদের সমাজের বোঝা হিসেবে না ভেবে তাদেরকে আপনজনের ন্যায় সহযোগিতা করতে হবে। তবেই তারা সাবলম্বী ও মানবসম্পদে পরিণত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে। তিনি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে বিত্তবানসহ সমাজের সবাইকে সম্মিলিতভাবে  এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo