সোমবার, ২১ Jul ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
বড়লেখায় টিলা কেটে পুকুর ভরাট, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বড়লেখায় টিলা কেটে পুকুর ভরাট, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বড়লেখা প্রতিনিধি
বড়লেখা উপজেলা পরিষদ চত্তর সংলগ্ন টিলা কেটে সরকারি পুকুর ভরাটের দায়ে নিজাম উদ্দিন নামক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার।

জানা গেছে, উপজেলা পরিষদ সংলগ্ন মুড়িরগুল মৌজার ১ নং খতিয়ানভুক্ত (সরকারি ভূমি) ৯১১ নম্বর দাগের ১৯ শতাংশ পুকুর শ্রেণির ভূমিতে সরকারি পুকুর রয়েছে। নিজাম উদ্দিন একসেভেটর দিয়ে অবৈধভাবে পাশের টিলা কেটে উক্ত পুকুরটি ভরাট করছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, টিলা কেটে সরকারি পুকুর ভরাটকালে জনৈক নিজাম উদ্দিনকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬খ ধারা লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অভিযুক্তের মুচলেকাও আদায় করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo