বুধবার, ২৩ Jul ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে শোক দিবস পালিত ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কাজী ইলিয়াস ইউনিট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দোয়া সিলেটে ছাত্রলীগের আহাদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ দলীয় নেতাকর্মীদের ভালবাসায় শিক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা কাজী ওয়াহিদ কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত এলাকায় বালু উত্তোলন, সড়ক অবরোধ আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরলো বিজিবি সাংবাদিক তুরাব হত্যা : সিলেটের ডিসি’র কাছে ফটো জার্নালিস্টদের স্মারকলিপি প্রদান ভোলাগঞ্জে বাঙ্কার খুঁড়ে পাথর তুলতে গিয়ে আরেক শ্রমিকের মৃত্যু সিলেটে কিশোর হামজার ঝুলন্ত লাশ উদ্ধার সিলেটে পুলিশের অভিযান : ১৩ লাখ টাকার চোরাই পণ্যসহ ট্রাক জব্দ
গোয়াইনঘাটে মাটি ভরাটের জের, গৃহবধূ খুন

গোয়াইনঘাটে মাটি ভরাটের জের, গৃহবধূ খুন

https://newsmirror24.news/

গোয়াইনঘাট সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাট উপজেলা ডৌবাড়ী ইউনিয়নের পুরানমহল গ্রামে মাটি ভরাটের জের ধরে সায়না বেগম (৩৬) নামের এক গৃহবধু খুনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সায়না বেগম পুরানমহল গ্রামের ইমদাদ উল্লার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেন নিহত খুন হওয়ায় মহিলার ছোট ভাই একই উপজেলার শনিরগ্রামের আব্বাস (২৮)।

নিহত মহিলার ভাই জানান, তার বোন সায়ানা বেগমের ঘরের পিছনে তার ভাসুরের ছেলেরা জোরপূর্বক মাটি ভরাটের চেষ্টা করলে এতে সায়না বাধা দেন। বাধা দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে তার বোনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। ঘটনার সময় তার বোনজামাই কৃষিকাজে ছিলেন।

হত্যাকান্ডের ঘটনায় গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের পুরানমহল নয়াবাড়ি গ্রামের আয়াত উল্লাহর ছেলে সুহেল আহমদ (৩৫), রশিদ আহমদ (৩২), মাহবুব আহমদ (৩০), সালেহ আহমদ (২৮), আবদুস সামাদের ছেলে ফয়জুল করিম (৪২) এবং সুহেল আহমদের স্ত্রী আফিয়া বেগম (৩০), ও রশিদ আহমদের স্ত্রী সাফিয়া বেগম জড়িত ছিলেন বলে দাবি করেন নিহত সায়না বেগমের ভাই আব্বাস।

এ ব্যাপারে ডৌবাড়ী ইউপি সদস্য নাজিম উদ্দীন জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই নিহত মহিলার স্বামীকে তার আরেক বড় ভাই সিফত উল্লাহ বুকেপিঠে ধরে আটকানোর চেষ্টা করছেন। এ সময় নিহত মহিলার স্বামী ইমদাদ বলছেন আমার বউ মনে হয় মারিলাইছইন (খুন)। নাজিম জানান, কি কারণে এই ঘটনা কিংবা কারা খুন করেছেন, তিনি জানেন না।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল জানান, ঘরের ভিটায় মাটি ভরাট নিয়ে পূর্বের একটা গ্যাঞ্জাম ছিল ভাসুর ও তার ছেলেদের মধ্যে। তিনি বলেন, এই মৃত্যুটি আমাদের কাছে আশ্চর্যজনক মনে হয়েছে। আমরা আঘাতের কোন চিহ্ন পাই নি। আমাদের থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এই ঘটনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানান নিহতের স্বজনরা।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo