শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ১৯-২২ সেপ্টেম্বর ত্রয়োদশ সম্মেলন উপলক্ষে সিপিবি সিলেট জেলার কর্মীসভা ১৫ বছর এদেশের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার কাছে নির্যাতিত-নিপীড়িত হয়েছে: কয়েস লোদী ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের র‌্যালী ও পথসভা যুবদলকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অপরিসীম: অ্যাড মোমিন ১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স নারীরা দেশের অর্থনীতির বড় হাতিয়ার: সাবেক মেয়র আরিফ মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে যুক্তরাজ্য প্রবাসী দম্পতির পেশেন্ট ট্রান্সফার ট্রলী প্রদান
কক্সবাজার থেকে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মামলায় আসামী সাংবাদিক রেজা রুবেল

কক্সবাজার থেকে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মামলায় আসামী সাংবাদিক রেজা রুবেল

বিশেষ প্রতিবেদক
সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজসহ নেতা কর্মীদের ওপর হামলার ঘটনার মামলায় সাংবাদিক রেজা রুবেলকে আসামী করা হয়েছে। বিষয়টি নিয়ে সিলেট সাংবাদিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে তুলপাড়। রেজা রুবেল সিলেট জেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক। এছাড়াও সিলেটের জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা দৈনিক শ্যামল সিলেট ও এশিয়ান টেলিভিশনের সিলেটের ক্যামেরা পার্সন।

১৩ এপ্রিল রোববার ৪৮ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৫০ জনের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালি মডেল থানায় এই মামলা হয়। মামলার বাদী ঘটনায় আহত বারুতখানার উত্তরণ-৬৪ নং বাসার মো. আলী নেওয়াজ খানের ছেলে আলী আরশাদ খান।

মামলার এজহারে সাংবাদিক রেজা রুবেলকে ৭নং আসামী করা হয়েছে। এবং বলা হয়েছে তিনি যুবলীগ নেতা। উল্লেখ করা হয়েছে ঘঠনাস্থলের হামলায় রেজা রুবেল উপস্থিথ ছিলেন। অথচ ঘটনার ৪ দিন আগে থেকেই সাংবাদিক রেজা রুবেল সিলেটের বাহিরে কক্সবাজারে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে ছিলেন। এবং ঘটনার পরের দিন তিনি সিলেটে আসেন। কক্সবাজারে অবস্থান কালে রেজা রুবেল তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি থেকে অনেক লাইভ, ভিডিও এবং ফটোও আপলোড করেন।

একটি সূত্র জানিয়েছে, ব্যক্তি বিশেষ নিজেদের ফায়দা হাসিলের জন্য এই মামলায় রেজা রুবেলকে জড়িয়েছেন। এ কারনে বিতকৃত হতে পারেন সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তাছাড়াও মামলায় আসতে পারে ধীরগতি।

এ বিষয়ে সাংবাদিক রেজা রুবেল বলেন, বিষয়টি দু:খজনক। ঘটনার ৪ দিন আগে থেকেই আমি সিলেটের বাহিরে কক্সবাজারে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে ছিলাম। এবং ঘটনার পরের দিন আমি সিলেটে আসি। কক্সবাজারে অবস্থান কালে আমি আমার ফেসবুক আইডি থেকে অনেক লাইভ, ভিডিও এবং ফটোও আপলোড করি। আমি যে হোটেলে ছিলাম, যে বাসে ফিরেছি তারও ডকুমেন্ট রয়েছে। এছাড়াও আইন প্রয়োগকারি সংস্থা এখন অনেক উন্নত। আমার মুঠোফোন ট্রাক করলেই ঘটনার সময়ে আমার অবস্থান সম্পর্কে তারা জানতে পারবেন। বিষয়টি জানার পর আমি আমার প্রেসক্লাব কর্তৃপক্ষকে অবগত করেছি। গেলো বছর আমার বাবা মারা গেছেন, বর্তমানে আমার মাও অসুস্থ। মামলার বিষয়টি শুনে আমার পরিবারও আতঙ্কের মাঝে আছেন। তবে প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই, প্রশাসন থেকে আমাকে এখন পর্যন্ত কোনো হয়রানী করেনি। অহেতুক আমাকে মামলায় জড়ানোর জন্য আমি এসএমপির কমিশনার বরাবর বিচারের জন্য আবেদন জানাবো। কক্সবাজারে অবস্থানের আমার সব ডকুমেন্টস প্রশাসনের কাছে আমি পাঠাবো। ব্যক্তি বিশেষ নিজেরদের ফায়দা হাসিলের জন্য কে বা কারা আমায় এই মামলায় জড়িয়েছেন।

বিষয়টি জানতে মামলার বাদি আলী আরশাদ খানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তা ব্যস্ত দেখায়।

সাংবাদিককে জড়ানোর বিষয়টি জানেন না কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক। তিনি বলেন, বিষয়টির সুষ্ঠ তদন্ত হবে। প্রকৃত আসামী ছাড়া কাউকেই হয়রানী করবে না পুলিশ।

এ ঘটনায় সিসিকের ২২, ২৩, ২৪ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন আক্তার রুমির ( মামলার অন্যতম আসামী) স্বামী ২৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মঞ্জু আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo