শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
বিএমজেএ এর ৩দিন ব্যাপী কক্সবাজার ভ্রমণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন এমসি কলেজ ছাত্রদলের সহ সভাপতি জাকিরের চাচার মৃত্যুতে শোক শনিবার সিলেট নগরীর ২৩টি এলাকায় বিদ্যুৎ থাকবে না ভুল তথ্যের প্রতিবাদ জানালেন জেরন গ্রুপের প্রতিনিধি তানভীর সিলেটে ছাত্রলীগ নেতার ওপর দুর্বৃত্তদের হামলা : শিবিরকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদ সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও দুই মাস ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান ২’ শহীদ গাজী নগরীর অসমাপ্ত ঘরের কাজ সমাপ্তির ঘোষণা এমসি কলেজ ছাত্রদল নেতা আরিফের পিতার মৃত্যুতে শোক এফআইভিডিবিতে মিডওয়াইফারি স্বাস্থ্যশিক্ষা ও সামাজিক উন্নয়নে কর্মশালা
পাথর খেকোদের চোখ এখন ভোলাগঞ্জের সাদাপাথরে

পাথর খেকোদের চোখ এখন ভোলাগঞ্জের সাদাপাথরে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
দীর্ঘদিন থেকে লুটপাট হচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার) থেকে পাথর লুটপাট। এবার পাথর খেকোদের চোখ পড়েছে দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরে। সেখান থেকে নৌকা দিয়ে পাথর লুট হচ্ছে। পাথর খেকোদের লোলুপ দৃষ্টি এড়াতে না পারলে ধ্বংস হয়ে যাবে সাদাপাথর।

সাদাপাথরবাহী নৌকা থেকে চাঁদাবাজি করছে স্থানীয় কিছু প্রভাবশালী মহল। তাদের মারধরে আহত হয় বদরুল নামে এক নৌকা চালক। এবারের মৌসুমের প্রথম ঢল নামে মঙ্গলবার দিবাগত রাতে। বৃষ্টির পানিতে পাহাড়ি ঢল নামায় রোপওয়ে ছেড়ে পাথরখেকোরা শুরু করে সাদাপাথর লুটপাট।

বুধবার সকাল থেকে কয়েকশত নৌকা দিয়ে পাথর লুটপাট করে এই লুটেরা। এসব নৌকা থেকে কালাইরাগ, কালিবাড়ি ও উত্তর রাজনগরের কয়েকজন যুবক ৫’শ টাকা করে চাঁদা উত্তোলন করছে।

তাদের চাঁদা দিতে অস্বীকার করায় কলাবাড়ি গ্রামের কয়েকজন নৌকা চালককে মারধর করে চাঁদাবাজ চক্র। তাদের মারধরে গুরুতর আহত হয়েছেন বদরুল নামে এক নৌকা চালক। তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, গত প্রায় ৮ মাস থেকে ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার) খুঁড়ে পাথর লুটপাট চলছে। এছাড়া প্রায় ৩০-৪০টি সেইব মেশিন দিয়েও প্রতিদিন চলছে পাথর উত্তোলন। পাথর উত্তোলনকারীদের কাছ থেকে বড় অংকের চাঁদাবাজি করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। তারা সেইব মেশিন থেকে ১৫ হাজার টাকা ও পাথর বোঝাই নৌকা থেকে ৩’শ টাকা হারে চাঁদা উত্তোলন করছে। প্রশাসনের বিভিন্ন বাহিনীর নাম ভাঙ্গিয়ে এসব টাকা তুলছে ওই প্রভাবশালী মহল।

বিজিবি’র ৩ ক্যাম্পের সামনে এসব চাঁদাবাজি করলেও তাদের বাধা দিচ্ছে না বিজিবি। এছাড়া পুলিশের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করছে এই প্রভাবশালী মহল। পুলিশ ও বিজিবি জানিয়েছে, এসব চাঁদাবাজির বিষয়ে তাদের জানা নেই। তাদের নাম ভাঙ্গিয়ে কেউ এমনটি করলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার বলেন, সাদাপাথর এলাকায় পাথর লুটপাটকারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানো হবে। বৈরী আবহাওয়ার কারণে অভিযান চালানো সম্ভব হচ্ছে না। সাদাপাথর রক্ষায় আরো কঠোর নজরদারি বাড়ানো হবে। এর সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. নাজমুল হক জানান, পর্যটন কেন্দ্র সাদাপাথর থেকে পাথর লুটপাটের খবর পেয়ে আমি স্থানীয় বিজিবি সদস্যদের ব্যবস্থা নিতে বলেছি। সাদাপাথর জাতীয় সম্পদ, এটা কোন ভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo