বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
ECRU-এর সিলেট বিভাগীয় ও জেলা কমিটি ঘোষণা মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ১৯-২২ সেপ্টেম্বর ত্রয়োদশ সম্মেলন উপলক্ষে সিপিবি সিলেট জেলার কর্মীসভা ১৫ বছর এদেশের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার কাছে নির্যাতিত-নিপীড়িত হয়েছে: কয়েস লোদী ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের র‌্যালী ও পথসভা যুবদলকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অপরিসীম: অ্যাড মোমিন ১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স নারীরা দেশের অর্থনীতির বড় হাতিয়ার: সাবেক মেয়র আরিফ মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির অচলাবস্থা নিরসনে মতবিনিময় সভা

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির অচলাবস্থা নিরসনে মতবিনিময় সভা

নিউজ মিরর ডেস্ক
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন এবং একটি বৈধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নেতৃত্ব গঠনের দাবিতে গতকাল রাতে দত্ত ম্যানশনের সামনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, নেতৃত্বশূন্যতার কারণে বাজারের কার্যক্রমে নানাবিধ সমস্যা সৃষ্টি হয়েছে, যা ব্যবসায়ীদের স্বার্থে চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা অবিলম্বে একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য সাবেক সভাপতি আব্দুস সাত্তার এবং সঞ্চালনায় ছিলেন সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ শিবলী। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিনিয়র আইনজীবী এডভোকেট আজিম উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী রফিকুল ইসলাম বাদল, কবি ও সাবেক উপদেষ্টা মাসুক মিয়া আশিক, রাজনীতিবিদ ও ব্যবসায়ী এমদাদুল হক স্বপন, সিটি মডেল স্কুলের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন, সদ্য সাবেক কোষাধ্যক্ষ হাফিজ হুসাইন আহমদ মাসুম ও মুফতি দিলওয়ার হোসাইন চৌধুরীসহ আরও অনেকে।

বক্তারা জানান, এই মতবিনিময় সভার উদ্দেশ্য ছিল ব্যবসায়ীদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে একটি গ্রহণযোগ্য পথ নির্ধারণ করা। সভার সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র ব্যবসায়ী ও সদ্য সাবেক কমিটির সদস্যদের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে, যারা অচলাবস্থা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।ব্যবসায়ী মহল আশাবাদ ব্যক্ত করে বলেন, সংশ্লিষ্ট সব পক্ষ গঠনমূলক ভূমিকা রাখলে খুব দ্রুতই একটি বৈধ ও নির্বাচিত কমিটির মাধ্যমে মদিনা মার্কেটের স্থিতিশীলতা ফিরে আসবে।

সভায় ব্যাবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ সভাপতি জুবের আহমদ জুবেল,সাবেক যুগ্ম সম্পাদক ফারুক আহমদ,সিনিয়র ব্যাবসায়ী হীরা মিয়া ,আব্দুল করিম সাচ্ছু,নাহিদ ইসলাম ,হিরন মিয়া,জামাল আহমদ,আবুল মিয়া,মৌন দাশ,বদরুল মিয়া,হিরা মিয়া,রুমেল আহমদ,জাহিদআহমদ,সাজু আহমদ,সাজ্জাদ হোসেন,কয়েছ আহমদ, কাওসার আহমদ,ছাদেকুর রহমান,হাবিবুর রহমান তালুকদার , মিটু দাশ,সাহেদ আহমেদ ,কামরুল ইসলাম ,নাহিদ আহমদ প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo