রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
ECRU-এর সিলেট বিভাগীয় ও জেলা কমিটি ঘোষণা মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ১৯-২২ সেপ্টেম্বর ত্রয়োদশ সম্মেলন উপলক্ষে সিপিবি সিলেট জেলার কর্মীসভা ১৫ বছর এদেশের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার কাছে নির্যাতিত-নিপীড়িত হয়েছে: কয়েস লোদী ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের র‌্যালী ও পথসভা যুবদলকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অপরিসীম: অ্যাড মোমিন ১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স নারীরা দেশের অর্থনীতির বড় হাতিয়ার: সাবেক মেয়র আরিফ মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন
সিলেটে লন্ডনী নারীর কাবিন জালিয়াতি : বিমানবন্দরে স্বামী-দেবর গ্রেফতার

সিলেটে লন্ডনী নারীর কাবিন জালিয়াতি : বিমানবন্দরে স্বামী-দেবর গ্রেফতার

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জালিয়াতি ও প্রতারণা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে শাহপরাণ (র:) থানা পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯ টার দিকে ওসমানী বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার পথে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার তকবাজখানি গ্রামের আব্দুশ শহীদ খানের ছেলে মো. আব্দুল গফফার খান লিটন (৫০) ও তার ছোট ভাই মিলন খান (৪৫)। তাদের বিরুদ্ধে এসএমপির শাহপরাণ (র.) থানায় কাবিন জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলা রয়েছে।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, আব্দুল গফফার খান লিটনের সাথে মামলার বাদী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বড়ফেচী গ্রামের মৃত হুছমত মিয়ার ছেলে ও বর্তমানে সিলেট নগরের শাহপরান থানাধীন দক্ষিণ বালুচর এলাকার বাসিন্দা ওয়ারিছ মিয়ার বোনের বিয়ে হয়েছিলো ২০১১ সালে। বিয়ের পর বাদীর বোন আব্দুল গফফার খান লিটনকে লন্ডনে নিয়ে যান। লন্ডন যাওয়ার পর তার আর্থিক স্বচ্ছলতা ফিরে আসে। কিছুদিন ভালো ভাবে সংসার চললেও দুই সন্তান হওয়ার পর শয়তানী প্ররোচনায় লিটন বাদীর বোনকে ফুসলিয়ে টাকা-পয়সা নিয়ে নেয়। এরপর বছর খানেক আগে দেশে এসে আরেকটি বিয়ের পায়তারা করে। তার বোন বিষয়টি বুঝতে পেরে তাকে বিয়ে করতে বাধা দেয়। এনিয়ে সংসারে অশান্তির সৃষ্টি হয়। এরপর বিভিন্ন সময়ে মুরব্বিয়ানদের নিয়ে একাধিক বৈঠক বসলেও তার কোন সুরাহা হয়নি। উল্টো কাবিনের টাকা না দেয়ার জন্য কাবিন জালিয়াতির আশ্রয় নেয় লিটন।

এ বিষয়ে গত ১ম জানুয়ারি এসএমপির শাহপরাণ (র.) থানায় একটি জালিয়াতি ও প্রতারণার মামলা দায়ের করেন ওয়ারিছ মিয়া। এ মামলা থেকে বাঁচতে শুক্রবার লুকিয়ে যুক্তরাজ্যে পাড়ি দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন মো. আব্দুল গফফার খান লিটন (৫০) ও তার ছোট ভাই মিলন খান (৪৫)।

শাহপরাণ (র.) থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo