শুক্রবার, ২৫ Jul ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারেক রহমানের প্রতি প্রবাসীর খোলা চিঠি সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র মিলাদ ও দোয়া মাহফিল সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে শোক দিবস পালিত ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কাজী ইলিয়াস ইউনিট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দোয়া সিলেটে ছাত্রলীগের আহাদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ দলীয় নেতাকর্মীদের ভালবাসায় শিক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা কাজী ওয়াহিদ কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত এলাকায় বালু উত্তোলন, সড়ক অবরোধ আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরলো বিজিবি সাংবাদিক তুরাব হত্যা : সিলেটের ডিসি’র কাছে ফটো জার্নালিস্টদের স্মারকলিপি প্রদান ভোলাগঞ্জে বাঙ্কার খুঁড়ে পাথর তুলতে গিয়ে আরেক শ্রমিকের মৃত্যু
শিবগঞ্জে গৃহবধূর আত্মহত্যা : প্ররোচনা মামলায় গ্রেফতার ৩

শিবগঞ্জে গৃহবধূর আত্মহত্যা : প্ররোচনা মামলায় গ্রেফতার ৩

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর শিবগঞ্জ লামাপাড়া (খন্দিকরপাড়া) এলাকায় তৃষা আক্তার (২৭) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) শাহপরাণ (রহ.) থানায় মামলাটি দায়ের করেছেন ওই গৃহবধূর বোন আশা আক্তার। এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন গৃহবধূর স্বামী আবদুল মতিন, ঝা গাজী ফাতিহা ও ননদ পলি বেগম।

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, আবদুল মতিন ২০০৭ সালে একটি বিয়ে করেছিলেন। সেই সংসারে তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। প্রথম স্ত্রী ও সন্তানদের কথা গোপন রেখে তৃষা আক্তারের (২৭) সাথে ফেসবুকে সম্পর্কে জড়ান আবদুল মতিন। তৃষা ও মুতিনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে ২০২১ সালে প্রথম বিয়ে কথা গোপন রেখে তৃষা আক্তারকে বিয়ে করেন আবদুল মতিন। সম্প্রতি তৃষা তার স্বামীর প্রথম বিয়ে ও সেই স্ত্রীর সাথে তার সম্পর্কের কথা জেনে ফেলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়াই ঝগড়াঝাটি চলছিল। এরইমধ্যে সোমবার (২৯ এপ্রিল) বিকেলে স্বামীর ঘরের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিশা। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তৃষা মারা যান।

এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, আমরা অভিযুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছি। আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo