শুক্রবার, ২৫ Jul ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
তীব্র গরমে অসহনীয় বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে: গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারেক রহমানের প্রতি প্রবাসীর খোলা চিঠি সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র মিলাদ ও দোয়া মাহফিল সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে শোক দিবস পালিত ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কাজী ইলিয়াস ইউনিট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দোয়া সিলেটে ছাত্রলীগের আহাদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ দলীয় নেতাকর্মীদের ভালবাসায় শিক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা কাজী ওয়াহিদ কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত এলাকায় বালু উত্তোলন, সড়ক অবরোধ আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরলো বিজিবি সাংবাদিক তুরাব হত্যা : সিলেটের ডিসি’র কাছে ফটো জার্নালিস্টদের স্মারকলিপি প্রদান
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে আরটিএম একটু সিএসই ফেস্ট সম্পন্ন

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে আরটিএম একটু সিএসই ফেস্ট সম্পন্ন

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত আরটিএম একটু সিএসই ফেস্ট-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান বুধবার (৩০ এপ্রিল) সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এ. এম. সারওয়ার উদ্দিন চৌধুরী।

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আবু নাসের জাফর উল্লাহ এর সভাপতিত্বে ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র লেকচারার রাসা ইফফাত হেলমি এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মমতাজ শামীম, আরটিএমআই-এইচআরডিসির পরিচালক ডা. এস. এম. ফরিদুল ইসলাম লতিফী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুল আউয়াল আনসারী। অনুষ্ঠানে রিসার্চ জার্নি ফর দি বিগিনার্স শীর্ষক সেমিনারে পেপার উপস্থাপন করেন মেশিন লার্নিং গবেষক আশরাফুল গণি।

উপস্থিত ছিলেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক আবু সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও প্রক্টর সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল আলম মিয়া, এডুকেশন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ড. নুসরাত রিকজা, ফ্যাশন ডিজাইন বিভাগের প্রধান শানতা ইয়াসমিন এবং আইকিউএসি’র পরিচালক ও এম.এড প্রোগ্রামের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ জাকারিয়া হাবিব।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের সহ-পাঠ্যক্রমিক দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী “আরটিএম একটু সিএসই ফেস্ট-২০২৫” এর আয়োজনের মধ্যে ছিল- এআই ডকুমেন্ট রাইটিং প্রতিযোগিতা, প্রজেক্ট প্রদর্শনী, হ্যাকাথন, গেমিং প্রতিযোগিতা এবং ইন্ট্রা-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট।

প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরী প্রযুক্তিকে মানবকল্যাণে ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, এআই (আর্টিফিয়েল ইন্টেলিজ্যান্ট) একটি সম্ভাবনাময় ক্ষেত্র। এটি যেমন চ্যালেঞ্জের, তেমনি সঠিক ব্যবহারে তা মানব সমাজের জন্য বিশাল সুফল বয়ে আনতে পারে। শিক্ষার্থীদের উচিত এর নৈতিক ও দায়িত্বশীল হয়ে এর ব্যবহার শেখা ও চর্চা করা।
সভাপতির বক্তব্যে উপাচার্য ড. আবু নাসের জাফর উল্লাহ শিক্ষার্থীদের প্রযুক্তিতে উদ্ভাবনী মনোভাব ও গবেষণার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এমন আয়োজন একটি উদীয়মান প্রযুক্তি-প্রজন্ম গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, আরটিএম একটু সিএসই ফেস্ট-২০২৫ আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে গত সোমবার (২৮ এপ্রিল) শুরু হয়ে বুধবার (৩০ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo