শুক্রবার, ২৫ Jul ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
তীব্র গরমে অসহনীয় বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে: গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারেক রহমানের প্রতি প্রবাসীর খোলা চিঠি সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র মিলাদ ও দোয়া মাহফিল সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে শোক দিবস পালিত ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কাজী ইলিয়াস ইউনিট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দোয়া সিলেটে ছাত্রলীগের আহাদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ দলীয় নেতাকর্মীদের ভালবাসায় শিক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা কাজী ওয়াহিদ কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত এলাকায় বালু উত্তোলন, সড়ক অবরোধ আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরলো বিজিবি সাংবাদিক তুরাব হত্যা : সিলেটের ডিসি’র কাছে ফটো জার্নালিস্টদের স্মারকলিপি প্রদান
শ্রমিক দিবসে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

শ্রমিক দিবসে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও লায়েক আহমদ এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কবির আহমদ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম শ্রম বিষয়ক সম্পাদক জামাল মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলা শাখার সভাপতি বিষ্ণু রবি দাস, সিলেট মহানগর শাখার সভাপতি মুজাম্মেল হুসেইন বাদশাহ, জামাল মিয়া, কাজী মিজান, জালাল আহমেদ, রাজু মিয়া, আব্দুল আহাদ, ফারুক আহমদ, মিসবাহ উদ্দিন, আকাশ দাস, নাইম ইসলাম, অপু দাস, দূর্জয়, রাব্বি ইসলাম, সুজন, নোমান, ফয়সাল আরেফিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক দিবস শুধু একটি সাধারণ দিবস নয়, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণার উৎস। মে দিবসের পথ ধরেই বিশ্বের শ্রমিকদের অধিকার, বিশেষ করে ন্যূনতম মজুরি, কাজের পরিবেশ, সুযোগ-সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসে। তা সত্ত্বেও লাখো শ্রমিক উপযুক্ত পারিশ্রমিক ও ন্যায্য অধিকার পান না। মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন বাস্তবে শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা। বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে শ্রম অধিকার রক্ষা ও শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo