শুক্রবার, ২৫ Jul ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
তীব্র গরমে অসহনীয় বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে: গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারেক রহমানের প্রতি প্রবাসীর খোলা চিঠি সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র মিলাদ ও দোয়া মাহফিল সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে শোক দিবস পালিত ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কাজী ইলিয়াস ইউনিট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দোয়া সিলেটে ছাত্রলীগের আহাদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ দলীয় নেতাকর্মীদের ভালবাসায় শিক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা কাজী ওয়াহিদ কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত এলাকায় বালু উত্তোলন, সড়ক অবরোধ আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরলো বিজিবি সাংবাদিক তুরাব হত্যা : সিলেটের ডিসি’র কাছে ফটো জার্নালিস্টদের স্মারকলিপি প্রদান
সাড়ে ১৭ বছর পর মুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

সাড়ে ১৭ বছর পর মুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সাড়ে ১৭ বছর এর বেশি সময় কারাভোগের পর আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুপুর ২টা তিনি বের হন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

মুক্তির পর লুৎফুজ্জামান বাবর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এ সময় তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পরে তিনি গুলশানে নিজ বাসভবনে ফিরে যাবেন।

লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে নেত্রকোনা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনেও তিনি বিজয়ী হন। ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়ে বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ক্ষমতার সময় তিনি ছিলেন বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা।

আজ মুক্তির মাধ্যমে দীর্ঘদিনের কারাজীবনের অবসান ঘটিয়ে তিনি আবার সক্রিয় রাজনীতিতে ফিরতে বলে দলীয় সূত্রে জানা গেছে।

লুৎফুজ্জামান বাবর ২০০৭ সালের ২৮ মে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় দণ্ডাদেশ দেওয়া হয়, যার মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড এবং একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড অন্তর্ভুক্ত ছিল।

সম্প্রতি হাইকোর্টের রায়ে তিনি আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বেশ কিছু মামলায় খালাস পান। এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা ও দুর্নীতির মামলায় তার দণ্ড বাতিল করা হয়। সবশেষ, ১৮ ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র মামলায় বিশেষ ক্ষমতা আইনের অধীনে দেওয়া মৃত্যুদণ্ড থেকেও খালাস পান তিনি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo