বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সাদাপাথর হরিলুট : প্রাথমিক তালিকায় রাজনৈতিক নেতাসহ জড়িত ১০৩ জন কোম্পানীগঞ্জের পাথরসহ গ্রেফতার হওয়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে – এড. মোমিন ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ: এড. মোমিন জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা হাবিবুর রহমান ফরেইন এডমিশন এন্ড কেরিয়ার ডেভোলপমেন্ট ও কনসালটেন্টস এসোসিয়েশন সিলেট জোনের সংবর্ধনা সিলেট ল’ কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটিকে যুবদলের শুভেচ্ছা ও অভিনন্দন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান দলীয় পদ হারানোর পর এবার গ্রেফতার হচ্ছেন সাহাব উদ্দিন
মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে উত্তাল জৈন্তাপুর উপজেলা

মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে উত্তাল জৈন্তাপুর উপজেলা

জৈন্তাপুর প্রতিনিধি
‘দ্যা মেঘালয় টি এস্টেট’-এর ইজারা বাতিলের দাবিতে উত্তাল জৈন্তাপুর। ২য় দফায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় পাঁচ মৌজার বাসিন্দারা। সোমবার (২৬ মে) বেলা ১১টায় চারিকাঠা ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চারিকাঠা ইউনিয়ন পরিষদ থেকে মিছিল আকারে স্থানীয় বাসিন্দারা গুচ্ছগ্রাম এলাকায় এসে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য হাফিজ মোহাম্মদ জালাল উদ্দীন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির নাজমুল ইসলাম।

মানববন্ধন থেকে জানানো হয় ভূমি উপদেষ্টার বরাবর তারা পূর্বেই আবেদন করেছেন এবং প্রথম দফার মানববন্ধন ও দুই দফা অবস্থান কর্মসূচি পালন করেছেন। তবে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা তাদের হতাশ করেছে।

তারা বলেন, স্বাধীনতার পূর্বকাল থেকে এই অঞ্চলে পাঁচ মৌজার মানুষ স্থায়ীভাবে বসবাস করে আসছেন। নিজেদের ভূমিতে বসবাস করেও তারা যেনো রোহিঙ্গা জনগোষ্ঠীর মতো অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

বক্তারা অবিলম্বে মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল করে ওই ভূমিতে বসবাসরত জনগণের নামে জমির বন্দোবস্ত দেওয়ার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আমরণ অনশনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল, মোহাম্মদ কামাল উদ্দিন, সামসুল হক, আজমল হোসেন, জহুরুল ইসলাম, আবদুল মালিক, কবির আহমেদ, বদরুল ইসলাম, তাজুল ইসলাম, ওমর আলী, আনোয়ারুল হক ও নেসার আহমেদ সহ পাঁচ মৌজার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo