শুক্রবার, ১৮ Jul ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের ১০ লাখ টাকার অনুদান আজ সোমবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থীতা ঘোষণা সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত আত্মকর্মসংস্থান সৃষ্টিতে জিএসসি ইউকে উইমেন এমপাওয়ারমেন্ট প্রজেক্ট অনন্য নিদর্শন স্থাপন করছে:বদরুজ্জামান সেলিম মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেট আগমনে নগরীতে কৃষকদলের স্বাগত মিছিল সিলেটে জুলাই গণহত্যার বিচারের দাবীতে যুব অধিকার পরিষদের গণস্বাক্ষর ও দোয়া মাহফিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনে সিলেটে ছাত্রদলের স্বাগত মিছিল ডেভিল নজরুলের দখলে সিলেটের বিন্নাকান্দি মসজিদের জমি আজ বৃহত্তর সিলেটের জাতীয়তাবাদী পরিবারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে জাতীয়তাবাদের জনক ঘোষণা করতে হবে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে জাতীয়তাবাদের জনক ঘোষণা করতে হবে

জিয়া সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জিয়াউর রহমানকে বাংলাদেশী জাতীয়তাবাদের জনক রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে এই সভা অনুষ্ঠিত হয়।
জিয়া সংসদের জেলা সভাপতি মারুফ আহমদ টিপুর সভাপতিত্বে ও মহানগর সভাপতি এম. শাহীন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, বাংলা একাডেমীর জীবন সদস্য, নান্দনী সাহিত্য ও পাঠচক্রের সভাপতি সৈয়দ নাজমুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মো. গয়াস উদ্দিন, জিয়া সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সিলেট জেলা কৃষক দলের প্রথম যুগ্ম আহবায়ক এম. জহুরুল ইসলাম মখর। বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি মো. জসিম উদ্দিন, মহানগর কৃষকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক সিরাজুল ইসলাম, ওসমানীনগর থানা বিএনপির সহ সভাপতি গয়াস উদ্দিন, সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, জিয়া সংসদ মহানগর সদস্য ওলি হোসেন, কানাইঘাট স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান। অনুষ্ঠানে জিয়া সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আছাদ মিয়া।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা এবং শহীদ জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন খেলাফত মজলিশ বিমানবন্দর থানা সভাপতি মুফতি গিয়াস উদ্দিন।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশী জাতীয়তাবাদের জনক রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবি জানিয়ে বলেন বাংলাদেশ জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ জিয়াউর রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদৎ বরণ করেছেন। বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের স্বপ্নছিলো একটি স্বয়ংসম্পূর্ণ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার। সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বক্তারা বলেন আন্দোলন সংগ্রামে অতীতে বিএনপির সাথে কাধে কাধ মিলিয়ে জিয়া সংসদ সিলেট জেলা ও মহানগর সাহসী ভূমিকা পালন করেছে। আগামীতেও জিয়াউর রহমানের আদর্শ লালন করে একযুগে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo